Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: mahmud_eee on August 12, 2014, 11:24:22 AM

Title: প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি থ্রিডি সুবিধার ট্যাব আনছে গুগল
Post by: mahmud_eee on August 12, 2014, 11:24:22 AM
থ্রিডি ছবি তোলার সুবিধাযুক্ত সাত ইঞ্চি মাপের ট্যাবলেট তৈরি করছে গুগল। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই চার হাজার প্রোটোটাইপ ট্যাব বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। গুগলের পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
থ্রিডি ছবি তোলার এই ট্যাব আসবে প্রতিষ্ঠানটির ‘প্রজেক্ট ট্যাঙ্গো’ থেকে। গুগলের অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রজেক্ট গ্রুপ এই ট্যাঙ্গো প্রকল্পে কাজ করছে। ট্যাঙ্গো প্রকল্প হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবের একটি প্রকল্প। অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেটের ডিজাইনসমূহকে ঢেলে সাজানো, ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম ক্যামেরা সংযুক্ত করা এবং তাত্ক্ষণিকভাবে যে কোনও স্থানের ম্যাপ তৈরি করতে পারে এমন সফটওয়্যার তৈরি করাই এ প্রকল্পের উদ্দেশ্য।
এ প্রসঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুগলের ট্যাবের পেছনে থাকবে দুটি ক্যামেরা, ইনফ্রারেড ডেপথ সেন্সর ও থ্রিডি ছবি তোলার উন্নত সফটওয়্যার।
Title: Re: প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি থ্রিডি সুবিধার ট্যাব আনছে গুগল
Post by: mamun.113 on September 22, 2014, 06:51:05 PM
Excellent Post.