Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: mahmud_eee on August 12, 2014, 11:27:53 AM

Title: গ্রহগুলো ‘প্রায় শুষ্ক’
Post by: mahmud_eee on August 12, 2014, 11:27:53 AM
আমাদের সৌরজগতের বাইরে অনেক দূরে অবস্থিত পৃথিবীসদৃশ তিনটি গ্রহে পানির উপস্থিতি জ্যোতির্বিজ্ঞানীদের প্রত্যাশার চেয়ে অনেক কম। তাঁরা মহাকাশ দূরবীক্ষণযন্ত্র (হাবল স্পেস টেলিস্কোপ) ব্যবহার করে ওই তিনটি গ্রহের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করে দেখতে পান, সেখানকার পরিবেশ ‘প্রায় শুষ্ক’। সূর্যের সমান আকৃতির একাধিক নক্ষত্রকে প্রদক্ষিণ করছে গ্যাসে আচ্ছাদিত অত্যন্ত উষ্ণ ওই গ্রহগুলো। এদের নাম: এইচডি ২০৯৪৫৮বি, এইচডি ১৮৯৭৩৩বি এবং ডব্লিউএএসপি-১২বি। পৃথিবী থেকে সেগুলোর দূরত্ব ৬০ থেকে ৯০০ আলোকবর্ষের মধ্যে। গ্রহ তিনটির তাপমাত্রা ৯০০ থেকে দুই হাজার ২০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হওয়ায় সেখানে বাষ্প পাওয়ার আদর্শ পরিবেশ আশা করেছিলেন গবেষকেরা। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউটের জ্যোতির্বিদ নিকু মধুসূদন ওই গবেষণায় নেতৃত্ব দেন। এএফপি।
Title: Re: গ্রহগুলো ‘প্রায় শুষ্ক’
Post by: Mosammat Arifa Akter on August 13, 2014, 03:51:49 PM
Thanks for sharing..