Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Kazi Taufiqur Rahman on August 12, 2014, 01:22:35 PM

Title: সুপারমুনের বিশেষত্ব
Post by: Kazi Taufiqur Rahman on August 12, 2014, 01:22:35 PM
সুপারমুন কি?
সুপারমুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে— ‘পেরিগি মুন’। পেরিগি অর্থ হচ্ছে ‘পৃথিবীর নিকটতম’। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন একে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।

কখন হয়?
গতকাল রাতের আগে এ বছরের ১২ জুলাই সুপারমুন দেখা গিয়েছিল। এরপর আবার ৯ সেপ্টেম্বর সুপারমুনের দেখা মিলতে পারে। এক বছরে তিনবার সুপারমুনের দেখা পাওয়ার ঘটনা বিরল। ২০৩৪ সালের আগে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আর নেই। তবে সাধারণত প্রতি ১৩ মাস পরপর সুপারমুনের দেখা পাওয়া যায়।

আগামী সুপারমুন কবে?
৯ সেপ্টেম্বর ২০১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৪ নভেম্বর ২০১৬ জানুয়ারি ২, ২০১৮।

এবারের সুপারমুনের বিশেষত্ব
রোববারের সুপারমুন বিশেষ ছিল এ কারণে যে এটি পৃথিবীর দুই লাখ ২১ হাজার ৭৬৫ মাইলের মধ্যে চলে এসেছিল। এর পাশাপাশি এ সময় ‘পারসেইড’ উল্কাবৃষ্টির বিষয়টিও লক্ষ করা গেছে। প্রতি বছর আগস্ট মাসে এই উল্কাবৃষ্টি হয়। সুপারমুনের সঙ্গে উল্কাবৃষ্টির একটি অপার্থিব ঘটনা ঘটেছে এবার।

সুপারমুনের ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে?
গবেষকেরা বলছেন, এ আশঙ্কা কম। তবে ডেইলি এক্সপ্রেসের এক খবরে দাবি করা হয়েছে ‘বিরল এই সুপারমুনের ঘটনা পৃথিবীর ধ্বংস ডেকে আনতে পারে।’
Title: Re: সুপারমুনের বিশেষত্ব
Post by: saikat07 on November 21, 2016, 12:22:45 AM
Thanks for sharing
Title: Re: সুপারমুনের বিশেষত্ব
Post by: Afsara Tasneem Misha on November 22, 2016, 03:45:52 PM
Interesting post.  Thanks for sharing.
Title: Re: সুপারমুনের বিশেষত্ব
Post by: smriti.te on November 22, 2016, 11:17:08 PM
Interesting...
Title: Re: সুপারমুনের বিশেষত্ব
Post by: yahya on November 30, 2016, 05:57:42 PM
thank you!
Title: Re: সুপারমুনের বিশেষত্ব
Post by: SabrinaRahman on January 01, 2017, 04:10:35 PM
Interesting post. thanks for sharing.