Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: alaminph on August 16, 2014, 09:17:22 AM

Title: ডায়াপার ব্যবহার
Post by: alaminph on August 16, 2014, 09:17:22 AM
ডায়াপার-জনিত র‌্যাশ বা অ্যালার্জি শিশুদের প্রায়ই দেখা যায়।সাধারণত নয় থেকে ১২ মাস বয়সী শিশুদের এই সমস্যা বেশি হয়।
দীর্ঘ সময় ধরে ডায়াপার পরে থাকা, বিশেষ করে মল ত্যাগ করার পর, নতুন ধরনের খাবার দেওয়ার কারণে মলের প্রকার পরিবর্তনের
সময়, ডায়াপারের প্লাস্টিক এবং ত্বক পরিষ্কারের রাসায়নিক ও সুগন্ধিযুক্ত টিস্যুর প্রতি অ্যালার্জি, অতিরিক্ত আঁটসাঁট ডায়াপার ইত্যাদি
হলো এই সমস্যার প্রধান কারণ। ডায়াপার র‌্যাশ প্রতিরোধ করতে হলে ঘন ঘন ও নিয়মিত শিশুদের ডায়াপার পরিবর্তন করা উচিত,
বিশেষ করে মল ত্যাগ করার পর পরই। যতটা সম্ভব বাড়িতে ডায়াপারবিহীন অবস্থায় খোলা রাখা উচিত। যাদের র‌্যাশ হয়,
তাদের ত্বক মোছার জন্য সুগন্ধি বা রাসায়নিক যুক্ত টিস্যু ব্যবহার করবেন না।
Title: Re: ডায়াপার ব্যবহার
Post by: Mosammat Arifa Akter on August 16, 2014, 12:07:38 PM
Thanks for sharing..