Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: imam.hasan on August 17, 2014, 12:05:32 PM

Title: ২০১৮ পর্যন্ত বার্সায় মাসচেরানো
Post by: imam.hasan on August 17, 2014, 12:05:32 PM
আর্জেন্টিনার তারকা ফুটবলার জাভিয়ের মাসচেরানোকে ২০১৮ সাল পর্যন্ত ক্লাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। মাসচেরানোর সঙ্গে চুক্তি নবায়নের এ বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বার্সা ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ‘আর্জেন্টাইন তারকা মাসচেরানোর সঙ্গে আমরা চুক্তি নবায়ন করতে চলেছি। আগামী ২৬ আগস্ট চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠান সম্পন্ন হবে। এর ফলে তাকে কাতালানদের হয়ে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত দেখা যাবে।’

ক্লাব কর্তৃপক্ষ থেকে আরো জানানো হয়, চুক্তি নবায়নের এ আলোচনা ব্রাজিল বিশ্বকাপের আগেই হয়েছে। মাসচেরানোও ক্লাবের হয়ে থাকতে সম্মতি প্রকাশ করেছিল। তবে, আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

৩০ বছর বয়সী মাসচেরানো আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন ১০৫টি ম্যাচ। ২০১০ সালে বার্সায় যোগ দিয়ে খেলে গেছেন ১১১টি ম্যাচ। ডিফেন্সিভ এ মিডফিল্ডার লিভারপুলের হয়েও খেলেছেন ৯৪টি ম্যাচ। অভিজ্ঞ এ ফুটবলারকে তাই আরো চার বছরের জন্য রেখে দিল বার্সা।