(http://go2.wordpress.com/?id=725X1342&site=navedz.wordpress.com&url=http%3A%2F%2Fnavedz.files.wordpress.com%2F2010%2F08%2Flaylatul-qadr.jpg&sref=http%3A%2F%2Fnavedz.wordpress.com%2F2010%2F08%2F30%2Framadan-laylat-ul-qadr%2F)
Bismillahir Rahmanir rahim.
“1. Verily, We have sent it (this Quran) down in the Night of Al-Qadr (Decree).
2. And what will make you know what the Night of Al-Qadr (Decree) is?
3. The Night of Al-Qadr (Decree) is better than a thousand months (i.e. worshipping Allah in that night is better than worshipping Him a thousand months, i.e. 83 years and 4 months).
4. Therein descend the angels and the Rooh [Jibreel] by Allah’s Permission with all Decrees,
5. (All that night), there is peace (and goodness from Allah to His believing slaves) until the appearance of dawn.†[Surah Al Qadr 97:1-5]
(http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/311631_430262317012886_598222862_n.jpg)
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/s480x480/551242_337004836386819_47081750_n.jpg)
লাইলাতুল কদরের মর্যাদা, বৈশিষ্ট্য ও ফযীলাত :
(১) এ রাতে আল্লাহ তা‘আলা সম্পূর্ণ কুরআন কারীমকে লাউহে মাহফুয থেকে দুনিয়ার আকাশে (প্রথম আসমানে) নাযিল করেন। দুনিয়ার আকাশ থেকে ২৩ বছর সময়ব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে অল্প অল্প করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র উপর এ কুরআন অবতীর্ণ হয়।
(২) এ এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।
(৩) এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ, বরকত ও রহমাত বর্ষণ করতে থাকে।
(৪) এটা শান্তি বর্ষণের রাত। এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শুনায়।
(৫) এ রাতের ফাযীলত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়। যার নাম সূরা কদর।
(৬) এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়া হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াব লাভের আশায় কদরের রাতে নফল সালাত আদায় ও রাত জেগে ইবাদত করবে আল্লাহ তার ইতোপূর্বের সকল সগীরা (ছোট) গুনাহ ক্ষমা করেদেন। (বুখারী)