ওয়ারেন বাফেট
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/200x0x1/uploads/media/2014/09/14/4ed5f4058f0295ce169bf52c3ba0a3f5-Untitled-16.jpg)
মুদি দোকানি থেকে ধনকুবের
ব্যবসাতেই ছিল তাঁর সব আগ্রহ। ছোটবেলা থেকে কীভাবে টাকা কামানো আর সঞ্চয় করা যায়, তা-ই মাথায় ঘুরত তাঁর। ওয়ারেন বাফেট টাকা আয়ের জন্য বাড়ি বাড়ি চুইংগাম, কোল্ড ড্রিংকস এমনকি সাপ্তাহিক ম্যাগাজিনও বিক্রি শুরু করেন। আরও টাকা আয়ের জন্য দাদার মুদি দোকানে কাজ শুরু করেন তিনি। একদিকে দোকানে কাজ অন্যদিকে পত্রিকা হকারি, গলফ বল বিক্রি। সেই মুদি দোকানে কাজ করা ছেলেটিই আজকের পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিদের শিরোমণি ওয়ারেন বাফেট।
জনি ডেপজনি ডেপ
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/200x0x1/uploads/media/2014/09/14/e99b3c0feb4fabc00fea2b7e4474d975-Untitled-15.jpg)
কলম বিক্রেতা থেকে অভিনেতা
পাইরেটস অব ক্যারিবিয়ানখ্যাত ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নামেই পরিচিত অভিনেতা জনি ডেপ। জনির সিনেমা মানেই বক্স অফিসে আলোড়ন। সেই জনি ডেপের প্রথম চাকরি ছিল টেলিমার্কেটিংয়ের মাধ্যমে কলম বিক্রি করা। প্রথম জীবনে চাকরির পাশাপাশি গান লেখালেখি করেও পেট চালাতেন জনি।
সূত্র: বিজনেজ ইনসাইডার ও বাজফিড
source: Daily Prothom Alo (September 14, 2014)