Daffodil International University

Health Tips => Health Tips => Eyes => Topic started by: Lazminur Alam on September 14, 2014, 04:57:57 PM

Title: অন্ধকারে টেলিভিশন দেখা উচিত নয় কেন?
Post by: Lazminur Alam on September 14, 2014, 04:57:57 PM
টিভি দেখতে আমরা সবাই পছন্দ করি। আর কার্টুন ছাড়া বন্ধুদের নিশ্চয় দিন চলে না। স্কুলের ফাঁকে একটু অবসর পেলেই টিভির সামনে বসে পড়া। কিন্তু টিভি অন্ধকার ঘরে বসে দেখা উচিত নয়

মানুষের চোখ সব সময় সাদা ‍আলোতে ভালো কাজ করে। অর্থাৎ ভালো দেখা যায়। সাদা আলোয় আমাদের চোখ স্পষ্ট দেখে।

চিকিৎসাশাস্ত্র মতে, অন্ধকারে টিভি দেখার প্রধান অসুবিধা দুটি। প্রথমত, টেলিভিশনের তীব্র ঔজ্জ্বল্যের আলো চোখের জন্য ভালো নয়। চোখের ভিতর ওই আলোর অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় চোখের অক্ষিপট।

দ্বিতীয়ত, অন্ধকার ঘরে টেলিভিশনের পর্দার আলোর কম্পন এত প্রকট হয়ে চোখে পড়ে যে তাতে চোখ ক্লান্ত হয়।

সুতরাং, অন্ধকার ঘরে টেলিভিশন দেখা উচিত নয়। ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করতে হলে পর্দা থেকে অনন্ত ৩ থেকে ৪ মিটার দূরে বসে টিভি দেখা উচিত।
Title: Re: অন্ধকারে টেলিভিশন দেখা উচিত নয় কেন?
Post by: Karim Sarker(Sohel) on January 06, 2015, 05:42:05 PM
একেবারে ঠিক কথা, ধন্যবাদ for this effective information