Daffodil International University

Faculty of Science and Information Technology => Environmental Science and Disaster Management => Topic started by: mustafiz on September 15, 2014, 12:36:31 PM

Title: Not just the trees, but trees.
Post by: mustafiz on September 15, 2014, 12:36:31 PM
কানাডার ১২৫ উর্ধ্ব রোডোডেনড্রন গাছ
(http://www.banglanews24.com/new/files/September_2014/September_15/01_661319714.jpg)
প্রাচীন গ্রিক শব্দ ‘রোডোন’, এর ইংরেজি সমার্থক শব্দ ‘রোজ’ অর্থাৎ গোলাপ এবং ‘ডেনড্রন’ হলো ‘ট্রি’ অর্থাৎ গাছ। সাধারণত এ প্রজাতির গাছকে ঝোপ শ্রেণির মধ্যে ধরা হয়। কিন্তু এর সৌন্দর্যের কারণে নিশ্চয়ই আপনি নির্দ্বিধায় একে গাছ বলে স্বীক‍ার করবেন।

 জাপানের ১৪৪ বছর বয়সী উইসটেরিয়া গাছ
(http://www.banglanews24.com/new/files/September_2014/September_15/02_628242227.jpg)
এই অসাধারণ ছবি দেখলেই মনে হবে সন্ধ্যার পরে আকাশ যেন গোলাপী আর বেগুনী রঙে সেজেছে। জাপানের যে কাউকে প্রশ্ন করলে তিনি আপনাকে আসিকাগা ফ্লাওয়ার পার্ক’র পাশে ১৯৯০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত গাছ দেখিয়ে বলবে এটিই সবচেয়ে প্রাচীন উইসটেরিয়া। এটি লতা প্রজাতির মধ্যে পড়লেও দেখতে একদম গাছের মতো।