Daffodil International University
Faculty of Engineering => EEE => Topic started by: mahmud_eee on September 17, 2014, 10:22:07 AM
-
৫১২ গিগাবাইটের এসডি মেমোরি কার্ড বানিয়েছে মেমোরি কার্ড নির্মাতা প্রতিষ্ঠান স্যানডিস্ক। আকারে পোস্ট স্ট্যাম্পের সমান হলেও এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি স্টোরেজ স্পেসের এসডি কার্ড এটি।
বিবিসি জানিয়েছে, ৫১২ জিবির এসডি কার্ডের দাম ৮০০ ডলার নির্ধারণ করেছে স্যানডিস্ক। প্রতিষ্ঠানটির তৈরি ৫১২ মেগাবাইটের এসডি কার্ড বাজারে অভিষেক হওয়ার এক দশকের মাথায় বাজারে এলো ৫১২ জিবির এসডি কার্ড।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশা করছেন ২ টেরাবাইটের এসডি কার্ড বানিয়ে বাণিজ্যিক বাজারজাতকরণ সম্ভব হবে অচিরেই।
মূলত ৪কে ফরম্যাটে সিনেমা নির্মাণকারীদের কথা মাথায় রেখেই স্যানডিস্ক ৫১২ জিবির এসডি কার্ডটি বানিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এইচডির তুলনায় ৪কে ফরম্যাটে তৈরি ভিডিও রেজুলিউশন ৪ গুণ বেশি। তাই ৪কে ফরম্যাটে ভিডিও করতে বেশি মেমোরি স্টোরেজের প্রয়োজন হয়।
সাধারণত ৪কে ফরম্যাটের ১ মিনিটের একটি ভিডিওর জন্য ৫ জিবি মেমোরি লাগে।
ক্যামেরার ধরন, রেজুলিউশন আর সেটিংস বৈচিত্রেরভিত্তিতে ৫১২ জিবির এসডি কার্ডটিতে ৩০ ঘন্টার এচডি ভিডিও ধারণ করা সম্ভব হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
-
Useful thing.
-
Good post. Thanks. :)
-
:)