Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mahmud_eee on September 17, 2014, 10:26:43 AM

Title: এয়ারটেলে ‘ফ্রি’ হোয়াটসঅ্যাপ!
Post by: mahmud_eee on September 17, 2014, 10:26:43 AM

কোনও রকম ডেটা চার্জ ছাড়াই ক্রস প্লাটফর্ম ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’ ব্যবহারের সেবা চালু করেছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। ডেটা প্যাক খরচ না করেই অ্যাপটির মাধ্যমে চ্যাটিং, ছবি ও ভিডিও আদান প্রদানের সুযোগ পাবেন এয়ারটেল সংযোগ ব্যবহারকারীরা।

ডেটা চার্জ ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারের নতুন সেবা সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে এয়ারটেল বাংলাদেশ। এই সেবা ব্যবহারের জন্য চালু থাকতে হবে ইন্টারনেট সংযোগ। হোয়াটাসঅ্যাপে শুধু চ্যাটিং, ছবি ও ভিডিও আদান প্রদানের ক্ষেত্রে কোনও ডেটা চার্জ ধরা হবে না বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে ‘হোয়াটসঅ্যাপ’ ডাউনলোড করার জন্য চার্জ প্রযোজ্য বলে জানিয়েছে এয়ারটেল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য কোনও সাইট বা লিংকে গেলে, সেটা চলতি ডেটা প্যাক থেকেই খরচ হবে। ‘আর পে অ্যাজ ইউ গো’ গ্রাহকদের ক্ষেত্রে চার্জ কেটে নেওয়া হবে মূল অ্যাকাউন্ট থেকে।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘ভারতী এয়ারটেল’-এর অঙ্গপ্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। এশিয়া ও আফ্রিকাসহ বিশ্বের ২০টি দেশে কাজ করছে তারা।