Daffodil International University

Entrepreneurship => Successful Entrepreneur => Topic started by: ariful892 on September 18, 2014, 05:30:42 PM

Title: Success story of Mehedi Garments
Post by: ariful892 on September 18, 2014, 05:30:42 PM
 
বেলায়েত হোসেন
প্রথম থেকেই তার লক্ষ্য ছিল ব্যবসা করে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ যোগাবে। তাই দেশের সেবায় সেনা বাহিনীতে কাজ করে অবসর গ্রহণের পর অন্য কোন চাকুরী না খুঁজে নিজ স্বপ্নকে স্বার্থক করারর জন্য নিজের সঞ্চিত টাকা থেকে কিছু নিয়ে এবং বন্ধুদের কাছ থেকে কিছু ঋণ নিয়ে নিজ এলাকায় একটি কাপড়ের দোকান দেন।  পাইকারী বাজার থেকে কাপড় কিনে বিক্রি করা শুরু করেন। তবে প্রচুর চাহিদা থাকার পরেও পর্যাপ্ত মূলধনের অভাবে ব্যবসায়ের পরিধি বাড়াতে পারছেন না। তার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কারো কাছ থেকে ধার না দিয়ে স্বয়ংসম্পূর্ণভাবে ব্যবসা করা এবং এর পরিধি বিস্তার করা। ব্যবসা শুরু করার সময় তার পুঁজি ছিল সাড়ে ৪ লক্ষ টাকা যা বর্তমানে ২৫ লক্ষ টাকা। তিনি স্বপ্ন দেখছেন আরো বিস্তৃত ব্যবসায়ের।