Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: mahzuba on September 21, 2014, 11:06:24 AM

Title: বিশ্বের সবচেয়ে দামী কলম, মূল্য ১০ কোটি টাকা
Post by: mahzuba on September 21, 2014, 11:06:24 AM
কলম, তুমি কাহিনী লেখো। সত্যি তো কলমের কাজ খালি লিখে যাওয়া। কিন্তু কজন আর কলমের কাহিনী মনে রাখে। তবে দুনিয়ায় এমন একটি কলম আছে যা আপনার চোখ ঝলসে দেয়ার পক্ষে যথেষ্ট। কারণ ওই বিশেষ কলমটি সম্পূর্ণ হিরক খচিত।অরোরা ডায়ামেন্ট নামের এই কলমটি বছরে একটি মাত্রই বিক্রি হয়। নিরেট প্লাটিনামের ব্যারেলে ডি বিয়ারসের ৩০ ক্যারাটের বহুমূল্য হিরে বসানো কলমের নিবটি ১৮ ক্যারাটের সোনার।বাংলাদেশী মুদ্রায় এর দাম প্রায় ১০ কোটি টাকা। ইতালির অরোরা নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে এই কলম।
Title: Re: বিশ্বের সবচেয়ে দামী কলম, মূল্য ১০ কোটি টাকা
Post by: utpalruet on September 22, 2014, 09:13:38 AM
wow!!