Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: mamun.113 on September 21, 2014, 03:04:12 PM

Title: সৃষ্টিকর্তা
Post by: mamun.113 on September 21, 2014, 03:04:12 PM
একটি শিক্ষানীয় পোষ্ট
who is creator of the world?
একদিন রাতে, এক হুজুর নামাজ
পড়িয়ে মসজিদ হতে বাসায়
ফিরছিলেন, তো পথের মধ্য এক
বেধর্মী তাকে জ্ঞিগাসা করল যে,
এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে,
তাহলে কি সৃষ্টিকর্তা ও অসংখ্য? হুজুর লোকটির কথা শুনে পাশের
বাড়ি হতে তিনটা কলস নিলেন,
তারপর একটি পুকুর হতে কলস
তিনটা পূর্ন করে, চাঁদের দিকে মুখ
করে মাটিতে রেখে লোকটির
কাছে জ্ঞিগাসা করলেনঃ দেখতো চাঁদ কয়টা....? লোকটি দেখলো যে প্রতিটি কলসিতে একটি করে চাঁদের
প্রতিচ্ছবি আছে। তাই
তিনি বল্লেন, হুজুর মোট তিনটা চাঁদ
আজে... হুজুর কলসির সমস্ত
পানি পুকুরে ঢেলে দিয়ে বললেন,
আসলেই কি আকাশে তিনটা চাঁদ...?
এবার বিশাল এই
দীঘিতে তাকিয়ে দেখতো,
কয়টা চাঁদ দেখতে পাও...! লোকটি বলল, মাএ একটা চাঁদ
দেখা যাই হুজুর বলল,
কলসির মতো মানুষ নামের এই
প্রানীটির ও চিন্তাশক্তি সীমিত,
আর এজন্যই তুমি তিনটা চাঁদ দেখছো,
কিন্তু বিশাল এই জলরাশি আর দূরের
ঐ সীমাহিন আকাশের দিকে তাকিয়ে দেখতো....!
তুমি কেবল একটিই চাঁদ
দেখতে পাবে, আর মনে রাখবে,
পৃথিবীতে অসংখ্য ধর্ম থাকলেও
অসংখ্য এই মানুষের
সৃষ্টিকর্তা কেবল একজন-ই। পরের দিন ঐ
বেধর্মি ব্যাক্তি টি হুজুরের নিকট
হতে ইসলাম ধর্ম গ্রহন করলেন.....!
Title: Re: সৃষ্টিকর্তা
Post by: mahzuba on September 22, 2014, 11:37:31 AM
SubhanAllah...May Allah bless everyone.
Title: Re: সৃষ্টিকর্তা
Post by: mamun.113 on September 22, 2014, 06:45:14 PM
Inshallah