Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: mamun.113 on September 21, 2014, 05:28:23 PM
-
GSM কি ?
GSM হল একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড। এটি ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা ও অষ্ট্রেলিয়াতে বেশি পরিমাণে ব্যাবহৃত হয়৷ আমাদের দেশে এর প্রচলন অত্যান্ত বেশি। আমাদের দেশের প্রায় সকল মোবাইল অপারেটর কোম্পানী এই জিএসএম ব্যাবহার করে৷ জিএসএম ইউরোপ ও এশিয়াতে ৯০০ মেগাহার্জ থেকে ১৮০০ মেগাহার্জ এ চলে এবং আমেরিকাতে ১৯০০ মেগাহার্জ এ চলে৷ জিএসএম ফোন কিনে আপনি ব্যবহার করতে হলে আপনাকে শুধু সিম কার্ড SIM (Subscriber indenification module) কিনতে হবে৷ এই সিম কার্ড মূলত ছোট একটা পাতলা চিপ এর মত দেখতে। দেখতে ছোট্ট লাগলেও এর ভিতরেই সকল কাহিনী। এর ভিতরে মোবাইল কম্পানির সংযোগ আইডি ও ব্যাবহারকারীর তথ্য থাকে৷ ফলে যে কোন সেটে আপনার সিম কার্ডটি ঢুকান, দেখবেন কাজ করবে