Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: faruque on September 22, 2014, 10:02:22 AM
-
পাঠ্যবই পড়ুন এখন আপনার স্মার্টফোনেই
(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/09/url2-660x330.jpg)
প্রথম শ্রেণি থেকে শুরু করে একাদশ-দ্বাদশ শ্রেণির সমস্ত টেক্সট-বই সমূহ এখন পাচ্ছেন একটি অ্যান্ড্রোয়েড অ্যাপের মধ্যেই।
বাংলা, ইংরেজি, অংক, বিজ্ঞান সহ বাংলাদেশের স্কুল এবং কলেজের সকল পাঠ্যবই গুলা এই অ্যাপের মাধ্যমে দেখতে, পড়তে ও ডাউনলোড করতে পারবেন।
গুগল প্লে ষ্টোর থেকে ফ্রি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকেঃ https://play.google.com/store/apps/details?id=com.posora.banglatextbook
এই অ্যাপটির উল্লেখযোগ্য ফিচার গুলো হলো – পৃষ্ঠা অনুযায়ী জুম ইন এবং জুম আউট করার সুবিধা, অ্যাপের মধ্য থেকেই ডাউনলোড করার সুবিধা। শ্রেণি অনুযায়ী বইগুলা আলাদা আলাদা দেয়া হয়েছে ব্যাবহারকারিদের সুবিধারজন্যে।
“Bangla Text Book” – অ্যাপটি বাংলাদেশি মোবাইল আপ্লিকেশন ডেভেলপমেন্ট ফার্ম পসরা.কমের একটি উদ্যোগ।
-
Good Apps