Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: mahzuba on September 23, 2014, 10:48:14 AM

Title: কথা বললে চার্জ হবে মোবাইল ফোনে
Post by: mahzuba on September 23, 2014, 10:48:14 AM
দৈনন্দিন চারপাশে যে শব্দ শুনতে পান, এবার সেই শব্দেই চার্জ হবে আপনার মোবাইল ফোন। নোকিয়া ও কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এমনই এক ন্যানোজেনারেটর। এর মাধ্যমে দৈনন্দিন শব্দ যেমন ট্রাফিকের আওয়াজ, গান, এমনকি নিজের গলার আওয়াজরেও চার্জ করা যাবে মোবাইল ফোন।এই ন্যানো জেনারেটরে ব্যবহার করা হয়েছে জিঙ্ক অক্সাইডের মত উপাদান। ন্যানোরড-এর মাধ্যমে শব্দ তরঙ্গকে বৈদ্যুতিন তরঙ্গে রূপান্তরিত করবে। ন্যানোরড উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তৈরি করতে পারে। দৈনন্দিন শব্দের ফলে তৈরি হওয়া ভোল্টেজ ব্যবহার করে চার্জ হবে মোবাইল। ন্যানোজেনারেটরে ৫ ভোল্ট করে বিদ্যুৎ তেরি হবে যা একটি মোবাইল চার্জ করতে যথেষ্ট।
Title: Re: কথা বললে চার্জ হবে মোবাইল ফোনে
Post by: mamun.113 on September 23, 2014, 05:39:16 PM
Excellent post