Daffodil International University
IT Help Desk => Use of email => Topic started by: faruque on September 24, 2014, 04:59:43 PM
-
আপনার জিমেইল নিরাপদ আছে তো?
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/642x0x1/uploads/media/2014/09/11/356241ac94cefeaedabb647dd22d2080-Google.jpg)
সম্প্রতি রাশিয়ার হ্যাকাররা ৪৯ লাখ ৩০ হাজার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি করে তা অনলাইনে প্রকাশ করেছে। যেসব গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেগুলোর অধিকাংশ ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে এখনও অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে বলেই হ্যাকারদের দাবি। গুগলের মেইল সার্ভিস জিমেইল, গুগল ড্রাইভ, ইউটিউব, ম্যাপ প্রভৃতি সেবার ক্ষেত্রেও চুরি করা অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে কাজে লাগাতে পারে দুর্বৃত্তরা। এক খবরে এ তথ্য জানিয়েছে দ্য নেক্সট ওয়েব।
চুরি যাওয়া গুগল অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে বিটকয়েন ফোরাম বিটিসিসেক ডটকমে। টিভিস্কিট নামের এক ব্যবহারকারী বিটকয়েনের ওই ফোরামে তথ্যগুলো বিক্রি করেছেন। ওই হ্যাকারের দাবি, এই অ্যাকাউন্টগুলো ক্ষেত্রে ৬০ শতাংশ পাসওয়ার্ড এখনও পরিবর্তন করা হয়নি।
এদিকে, গুগল কর্তৃপক্ষ অ্যাকাউন্ট হ্যাকের কথা অস্বীকার করেছে। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এখানে যেসব পাসওয়ার্ড দেওয়া হয়েছে তার মধ্যে সর্বোচ্চ দুই শতাংশ অ্যাকাউন্টের ক্ষেত্রে তা কার্যকর হতে পারে। এ নিয়ে একটি টুইটও প্রকাশ করেছে গুগল।
গুগলের স্বয়ংক্রিয় অ্যান্টি-হাইজাকিং সিস্টেম এই পাসওয়ার্ড ব্যবহার করে অ্যকাউন্টে লগ ইন করতে গেলে তা বন্ধ করে দেবে।
গুগল দাবি করেছে, তারা গুগল অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি অবগত। তবে গুগলের কোনো সিস্টেম হ্যাক করতে পারেনি সাইবার দুর্বৃত্তরা।
গুগলের ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, ‘অন্য কোনো পদ্ধতিতে গুগল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া অ্যাকাউন্টগুলোর লগ ইন তথ্য এক জায়গায় করে এত লগ ইন তথ্য জোগাড় করা হয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে একই ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করলে এবং অনলাইনের অন্য কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে সেই তথ্য ব্যবহার করে গুগল অ্যাকাউন্টের তথ্যও হাতিয়ে নেওয়া হতে পারে। এ ছাড়াও ম্যালওয়্যার বা ফিশিংয়ের মাধ্যমে লগ ইন তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।
প্রসঙ্গত, সম্প্রতি অ্যাপলের আইক্লাউড থেকে তারকাদের নগ্ন ছবি ফাঁস করেছিল সাইবার দুর্বৃত্তরা এবং পরে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। অ্যাপলের এই অনলাইন সেবা থেকে হলিউডের তারকাদের ছবি ও ব্যক্তিগত তথ্য চুরি ও ফাঁস হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে অ্যাপল। এতে অ্যাপলের আইক্লাউড সিস্টেমের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
গুগলের পরামর্শ
জিমেইল বা গুগল অ্যাকাউন্টে লগ ইন তথ্য সুরক্ষায় কয়েকটি পরামর্শ দিয়েছে গুগল। এক ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ এই পরামর্শ গুলো দিয়েছে।
১. গুগলে স্বতন্ত্র একটি পাসওয়ার্ড ব্যবহার করুন। এই পাসওয়ার্ড যতটা সম্ভব জটিল করুন। অক্ষর, সংখ্যা, চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড জটিল করা যায়।
২. আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে তবে তা পুনরুদ্ধার করতে মোবাইল ফোন নম্বর ও রিকভারি মেইল ব্যবহার করুন।
৩. টু-স্টেপ ভেরিফিকেশন বা দ্বি-স্তরের নিরাপত্তা ব্যবহার করুন।দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টে নিয়মিত পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন করার সময় স্মার্টফোন ও ট্যাবে অ্যাপলের পাঠানো আরও একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত একটি স্তরের নিরাপত্তা পাওয়া যায়।
৪. গুগলের g.co/accountcheckup এই লিংক থেকে অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য বিভিন্ন পদ্ধতি পাবেন। সেগুলো যত দ্রুত সম্ভব পরীক্ষা করে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করারও পরামর্শ দেওয়া হয়েছে।
-
Thanks for your kind information.I think it will be helpful for all gmail users.