Daffodil International University
Health Tips => Food => Fast Food => Topic started by: taslima on September 25, 2014, 11:48:47 AM
-
উপকরণঃ১. পাউরুটি ১২ টুকরা ২. মুরগির বুকের মাংস ৫০০ গ্রাম ৩. কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ ৪. মেয়নেজ ১ কাপ ৫. গোলমরিচের গুড়া আধা চা চামচ ৬. সামান্য হলুদের গুড়া ৭. লবন
প্রণালীঃ
মুরগির মাংস ছোট ছোট কিউব করে কেটে নিন। তেল গরম করে তাতে মাংস, মরিচ, হলুদ, গোলমরিচ ও লবণ দিয়ে সেদ্ধ করুন । মাংস সেদ্ধ হলে মরিচগুলো তুলে ফেলুন। এবার মাংসের সঙ্গে মেয়নেজ দিন।