Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hajj => Topic started by: faruque on September 25, 2014, 03:31:07 PM

Title: হজ ৩ অক্টোবর 2014
Post by: faruque on September 25, 2014, 03:31:07 PM
হজ ৩ অক্টোবর 2014

(http://www.dailynayadiganta.com/news_image/73711_hajj.JPG)


সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ৩ অক্টোবর শুক্রবার পবিত্র হজ পালিত হবে। সৌদি আবর এবং অনেক দেশে ৪ অক্টোবর হবে কোরবানির ঈদ। সৌদি সুপ্রিম কোর্ট বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে আজ।

সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, আরাফাত দিবস হবে ৩ অক্টোবর শুক্রবার। আর শনিবার ঈদ উল আযহা পালিত হবে।
আরাফাত ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইতোমধ্যে সারা বিশ্ব থেকে লাখ লাখ হজযাত্রী সৌদি আরবে সমবেত হতে শুরু করেছেন।