Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: faruque on September 27, 2014, 11:35:56 AM
-
ই-কমার্স মেলায় ‘টি-জোন’ স্টলে দর্শনার্থীদের ভিড়
(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/09/IMG_2143-660x330.jpg)
বাংলাদেশ এ এখন ই-কমার্স অনেক জনপ্রিয়। এর তবে ই-কমার্স ওয়েবসাইট গুলোর মধ্যে সম্পূর্ণ নিজেদের পণ্য নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে টি-জোন (T-zone) অন্যতাম। টি-জোন মূলত একটি সম্পূর্ণ ভিন্নধর্মী টিশার্ট এর অনলাইন ই-কমার্স স্টোর। টিশার্ট ই তাদের মূল পণ্য। গত দুই দিন ধরে ই-কমার্স মেলায় টি-জোন স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
টি-জোন এর প্রধান নির্বাহী মাহাবুবুর রহমান আরমান বলেন. টিজোনই বাংলাদেশের প্রথম টিশার্ট এর ই-কমার্স স্টোর যারা অনলাইন এ ও পেমেন্ট নেয়া শুরু করেছে। তাদের শুরুটা তাদের ফেইসবুক গ্রুপ থেকে কিন্তু তারা ই-কমার্সকে প্রাধাণ্য দিয়ে নিজেদের ওয়েব সাইট এর মাধ্যমে পণ্যের কেনা বেচা শুরু করেছে এবং তারাই একমাত্র পণ্য গ্যারান্টি দিয়ে বিক্রয় করছে।
তিনি আরো জানান, এই মেলায় আমরা আশানুরূপ সাড়া পেয়েছি এবং মেলায় আমরা প্রচুর পণ্যে বিক্রি করেছি। স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
উন্নত মাসের সেবার লক্ষ্যে টি-জোন যে ভাবে পণ্যের মান ধরে রাখে।
১. টিশার্ট গুলোর কাপড় ১৬০-১৮০ জি এস এম এর হয়ে থাকে
২. উন্নতমানের রিফ এর কলার
৩. সম্পূর্ণ রফতানি যোগ্য
৪. সেলাই জনিত্ত সমস্যাহীন
৫. আকর্ষণীয় ডিজাইন এর সাথে পাবেন আসল পণ্য যা ছবি তে দেখতে পাবেন
৬. সকল পণ্য ই নতুন
৭. নিজস্ব সুদক্ষ ডিজাইন
৮. টিশার্ট এর প্রিন্ট করা ডিজাইন ফেটে যাবে নাহ
৯. কাপড়ের রঙ উঠবে নাহ
১০. কাপড় খেপে (ছোটো হয়ে) যাবে নাহ
১১. সাইজ ট্যাগ এ টিশার্ট সঠিক সাইজ উল্লেখ থাকবে