Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on September 27, 2014, 12:04:26 PM

Title: প্রফেশনাল থ্রিডি মোশন গ্রাফিক্স শিখুন ঘরে বসে (ভিডিও টিউটেরিয়াল)
Post by: faruque on September 27, 2014, 12:04:26 PM
প্রফেশনাল থ্রিডি মোশন গ্রাফিক্স শিখুন ঘরে বসে (ভিডিও টিউটেরিয়াল)

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/07/cinema4Dpacks-1.jpg)

আপনারা যারা গ্রাফিক্স এক্সপারট বা গ্রাফিক্সা ‍শিখতেছেন তারা

সবাই জানেন আজকের সময়ে মোশন গ্রাফিক্স আর থ্রিডি এনিমেশনের গুরুত্ব কতটুকু।

আমরা সবাই ইলাস্ট্রেটর এ লোগো ডিজাইন বা ২ডি ডিজাইন করতে পারি

কিন্তু যা আমরা অনেকেই পারিনা তা হল সেই সব লোগো গ্রাফিক্স কে এনিমেশন থ্রিডিতে উপস্থাপন ক্ র তে ।

তাই আমরা যারা   লোগো গ্রাফিক্স কে এনিমেশন থ্রিডিতে উপস্থাপন করতে পারিনা তাদের জন্য এসে গেল -
সিনেমা ফোরডি


(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/07/cinema4Dpacks.jpg)

আজকের যুগের বিখ্যাত থ্রীডি মোশন গ্রাফিক্স সফটওয়্যার।

সিনেমা ফোরডি বাংলা ভিডিও টিউটেরিয়াল:-