Daffodil International University
Career Development Centre (CDC) => Workplace Behavior => Career Guidance => Appreciation, Patience, Tolerance & Ethics => Topic started by: faruque on September 27, 2014, 01:18:55 PM
-
জাতিসংঘের ক্রিডেনশিয়াল কমিটির চেয়ারম্যান হলো বাংলাদেশ
(http://www.bd-pratidin.com/assets/images/news_images/2014/09/22/fnjpg_32122.jpg)
বাংলাদেশ জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশন এবং ২৯তম বিশেষ সেশনের ক্রিডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে। ৯ সদস্যের এই কমিটির বাংলাদেশ ব্যতিত বাকি ৮টি প্রভাবশালী সদস্য রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশ এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, নামিবিয়া, সেনেগাল এবং ব্রাজিল। কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মিশনের কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুজ্জামান কো-অর্ডিনেটরের দায়িত্বপালন করেন।
উল্লেখ্য, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন গত ১৯ সেপ্টেম্বর ক্রিডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন এবং প্রথম সভায় মিলিত হন। তিনি এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর এক সংক্ষপ্তি প্রতিক্রিয়ায় বলেন, ক্রিডেনশিয়াল কমিটির অন্য সদস্যদের আস্থা জাতিসংঘে বাংলাদেশের বিশেষ সক্রিয়তার পরিচয় বহন করছে যা আমাদের জন্য সম্মান ও গৌরবের। এনআরবি নিউজ।
- See more at: http://www.bd-pratidin.com/2014/09/22/32122#sthash.FYaKIeWH.dpuf
-
actually I have very much need to know that how credential committee works or where it works? if you have any idea then i will be grateful to you.