Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: mahzuba on September 27, 2014, 03:22:40 PM

Title: ১০ লাখ নারীকে প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট
Post by: mahzuba on September 27, 2014, 03:22:40 PM
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, প্রযুক্তি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে আগামী এক বছরে ভারতে ১০ লাখ নারীকে প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। গতকাল 'ওম্যান ইন টেক' নামক এই কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেয় মাইক্রোসফট।

মাইক্রোসফট জানায়, বর্তমান এক মিলিয়ন থেকে এটিকে আগামী কয়েক বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। আর এই কার্যক্রমে অংশগ্রহণ করবে স্কুল শিক্ষার্থী, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গনিত (STEM) কলেজ শিক্ষার্থী, প্রযুক্তি ক্ষেত্রের নারী কর্মজীবী এবং নারী উদ্যোক্তারা।

মাইক্রোসফট ভারতের চেয়ারম্যান ভাস্কর প্রামাণিক জানান," বর্তমানে তথ্য প্রযুক্তি খাতে কাজ করছে প্রায় এক মিলিয়ন নারী। আমাদের লক্ষ্য হল, আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণে পরিণত করা।" এই কর্মসূচির আওতায় আগামী এক বছরে ৭৫০,০০০ নারী শিক্ষার্থীকে এবং ২৫০,০০০ নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।