Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on September 27, 2014, 04:15:53 PM

Title: আগামী প্রযুক্তির হাইব্রিড কম্পিউটার বাজারে
Post by: faruque on September 27, 2014, 04:15:53 PM
আগামী প্রযুক্তির হাইব্রিড কম্পিউটার বাজারে


(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/09/Dell_Inspiron11_3000_3147-660x330.jpg)


বিশ্ববাজারে অবুমক্তির সঙ্গে সঙ্গে দেশের বাজারে আগামী প্রযুক্তির হাইব্রিড কম্পিউটার এনেছে কম্পিউটার সোর্স। ডেল ব্র্যান্ডের এই টুইন ওয়ান পিসিটি ল্যাপটপ ও ট্যাবলেট উভয় সুবিধাতেই ব্যবহার করা যায়।

ছিপছিপে গড়নের রূপালী বর্ণের পিসিটির আকার সাড়ে ১১ ইঞ্চি। স্পর্শ পর্দার (টাচ স্ক্রিন) ডেল ইন্সপায়রন ৩১৪৭ মডেলের ল্যাপটপটি ৩৬০ ডিগ্রি ঘুড়িয়ে ভাঁজ করে ট্যাবলেট পিসির মতো ব্যবহার করা যায়। ‘স্ট্যান্ড ’ ছাড়াই সমতল অবতলে দাঁড় করিয়ে রেখে উপোভোগ করা যায় এইচডি মুভি। এর ইনবিল্ট স্পিকারের জোরালো শব্দ শ্রোতাকে মুহূর্তেই আবেশিত করে। সক্ষমতার তুলনায় মূল্য সংবেদনশীল এই পিসিটির কম্পিউটিং প্রসেসিং ক্ষমতা ২.১৬ গিগাহার্জ। এতে আছে ইন্টেল গ্রাফিক্স, ৪জিবি র‌্যাম ও ৫০০জিবি হার্ডডিস্ক ছাড়াও বহন যোগ্য পিসির সব ধরনের সুবিধা। এছাড়াও এইচডিঅএমআই ও ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ ৪.০ এবং এসডি কার্ড স্লট রয়েছে। ওজনে হালকা এই পিসিটির ব্যাকআপ সময় আট ঘণ্টা। নোটবুকটির দাম ৪০ হাজার টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও এর সঙ্গে থাকছে ফ্রি ক্যারিকেস।