Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: faruque on September 28, 2014, 10:02:21 AM
-
শপিংটুয়েন্টিফোরবিডি ডটকমে ই-কমার্স মেলা উপলক্ষ্যে পকেট ডিজিটাল ওয়েট স্কেল
ক্লিকের ছোঁয়ায়বাণিজ্য’ স্লোগান নিয়ে বেগম সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে চলছেকমপিউটার জগৎ আয়োজিত ঢাকা ‘ই-কমার্স ফেয়ার-২০১৪’।
মেলার তৃতীয় দিনে হাজারো মানুষের পদচারণায় মুখরিত ছিল মেলাপ্রঙ্গন। তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেলায় আশা স্টলগুলোতাদের পণ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরেন এবং কিছু কিছু ই-কমার্সপ্রতিষ্ঠান তাদের পণ্যও বিক্রি করেন। মেলায় কোরবাণীর মাংশ সঠিক বন্টনের জন্য শপিংটুয়েন্টিফোরবিডি ডটকম (shopping24bd.com) মেলা উপলক্ষ্যে নিয়ে আসলো পকেট ডিজিটাল ওয়েট স্কেল।
ডিজিটাল ওয়েট স্কেলটি সহজেই পকেটে বহনযোগ্য, ১০ গ্রাম থেকে ৪৫ কেজি পর্যন্ত মাপা যায়, পাউন্ডে ওজন কনভার্ট করা যায়, স্প্রিং পাত্রের , ডিজিটাল সেন্সর, মাত্র ২টি পেন্সিল ব্যাটারীতে চলে, এলসিডি ব্যাকলাইট ডিসপ্লে।
এ পণ্যেটি ৬৫০ টাকা , মেলা উপলক্ষ্যে ৬০০ টাকা। শপিংটুয়েন্টিফোরবিডি ডটকম বিশ্বের সর্বাধুনিক পণ্য নিয়ে দেশের সেরা ই-কমার্স অনলাইন শপ।
পোস্ট দাতা: অঞ্জন দেব সেপ্টেম্বর ২৭, ২০১৪ in সাম্প্রতিক খবর মন্তব্য করুন