Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on September 28, 2014, 10:11:55 AM

Title: তথ্য সমৃদ্ধ বিজ্ঞাপন এখন গুগল ম্যাপে!
Post by: faruque on September 28, 2014, 10:11:55 AM
তথ্য সমৃদ্ধ বিজ্ঞাপন এখন গুগল ম্যাপে!

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/07/4sqmap-checkins-map.png)

গুগল এবার বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত নিলো গুগল ম্যাপে। এতদিন ম্যাপে কেবল সেই তথ্যই দেখানো হতো কোন স্টোরের কিংবা কোন জায়গার লোকেশন খুঁজতে গেলে।

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/07/new-google-maps-advertisement-for-applications.jpg)

এর ফলে এখন বেশ কিছু সম্ভাব্য বিজ্ঞাপন দেখানো হবে গুগল ম্যাপে যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় দোকান কিংবা রেস্টুরেন্টের লোকেশন, ফোন নাম্বার এবং কতক্ষন খোলা থাকে, এই সব তথ্যই পাবেন। তবে এর মাধ্যমে গুগল ম্যাপের তথ্য দেখানোর উল্লেখযোগ্য তেমন কোন পরিবর্তন আসবে না। গুগল ম্যাপে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন সাধিত হয়েছে। বিজ্ঞাপন দেখানো ছাড়াও এতে যুক্ত করা হয়েছে হিন্দি ভাষায় ন্যাভিগেশন সিস্টেম। ফলে হিন্দি ভাষাভাষীদের জন্য গুগল ম্যাপ ন্যাভিগেশন আরও সহজ হলো।