Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on September 28, 2014, 03:20:52 PM

Title: নতুন আইফোন বেঁকে যাচ্ছে বলে অভিযোগ
Post by: faruque on September 28, 2014, 03:20:52 PM
নতুন আইফোন বেঁকে যাচ্ছে বলে অভিযোগ

(http://www.kalerkantho.com/assets/images/news_images/2014/09/26/image_133860.i%20phone.jpg)

হালের আইফোন ৬ আর আইওএস ৮ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ নিয়ে কিছু অভিযোগ উঠেছে। অ্যাপল কোম্পানি বিষয়গুলি খতিয়ে দেখছে। আপডেটের মাধ্যমে একটি সমস্যার সমাধানের চেষ্টা শুরু হয়েছে ইতিমধ্যেই।


বাজারে আসার আগেই আইফোন ৬-কে ঘিরে প্রত্যাশা ও উত্তেজনা কম ছিল না। তারপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেকর্ড বিক্রির খবর। কিন্তু এরই মধ্যে এই সাফল্যের উপর কালো ছায়া ফেলছে কয়েকজন ব্যবহারকারীর অভিযোগ। নতুন আইফোনের সঙ্গে সঙ্গে অ্যাপল কোম্পানি তাদের অপারেটিং সিস্টেমের যে নতুন সংস্করণ চালু করেছে, সেই আইওএস ৮ নিয়েও নাকি সমস্যা দেখা দিচ্ছে।


আইওএস ৮-এর একটি আপডেট টেলিফোনে ব্যাঘাত ঘটাচ্ছে বলে অনেক অভিযোগ শোনা যাচ্ছে। অভিযোগকারীরা বলেন, এর পর কাউকে ফোন করা যাচ্ছে না। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দিয়ে ফোন ‘আনলক' করতেও অসুবিধা হচ্ছে। বুধবার সকাল থেকেই ব্যবহারকারীরা এই আপডেট পেতে শুরু করেছিলেন। এ কথা জানতে পেরে অ্যাপল আপডেট পাঠানো বন্ধ রেখেছে।


নতুন এই আপডেটের উদ্দেশ্য ছিল আইওএস ৮-এর কিছু ত্রুটি ও দুর্বলতা দূর করা। তবে শোনা যাচ্ছে, শুধু নতুন আইফোন ৬ ও তার বড় ‘প্লাস' সংস্করণেই নাকি এমন সমস্যা দেখা যাচ্ছে। যে কোনো ফোনের নতুন মডেল নিয়ে এমন সমস্যা অবশ্য প্রায়ই দেখা যায়। পরে কোম্পানি নানা আপডেট পাঠিয়ে সমস্যার সমাধান করে ফেলে।


আরও গুরুতর বিষয় হলো আইফোন ৬ ‘প্লাস' সংস্করণ সংক্রান্ত বিভ্রান্তি। একটি ভিডিও অনুযায়ী এই বড় মডেলটি নাকি চাপের মুখে বেঁকে যাচ্ছে। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ফোনের খোলসই এর কারণ। কয়েকজন বলেছেন, বেশিক্ষণ প্যান্টের পকেটে রাখলেই একটা অংশ বেঁকে যাচ্ছে।


অ্যাপল-এর মতো কোম্পানি ঠিকমতো পরীক্ষা না করেই এমন ফোন বাজারে এনেছে, এটা মেনে নেওয়া কঠিন। স্কোয়্যার ট্রেড নামের এক বিমা কোম্পানি আইফোন ৬ পরীক্ষা করে সেটাকে অত্যন্ত মজবুত হিসেবে বর্ণনা করেছে। তবে তা সত্ত্বেও প্রতিটি অভিযোগ ভালো করে পরীক্ষা করে দেখা হচ্ছে

- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/09/26/133860#sthash.aP4rbn8t.dpuf