Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: faruque on September 28, 2014, 03:34:10 PM
-
গুণগত মানে আইফোন ৬-কে টেক্কা দিয়েছে সনি এক্সপিরিয়া জেড৩ : ফোনএরিনা
(http://www.kalerkantho.com/assets/images/news_images/2014/09/24/image_132965.apple-iphone-6-vs.-sony-xperia-z3-1.jpg)
সবচেয়ে শক্তিশালী ব্যাটারি আর সর্বোচ্চ মানের মোবাইল চান? তাহলে জনপ্রিয় আইফোন ৬ বা স্যামসাং এস ৫ নয়। দেখতে পারেন সনির নতুন এক্সপিরিয়া জেড৩ মডেলটি।
অ্যাপল তার নতুন মডেলের আইফোন ৬ ও ৬ প্লাস বের করার ঘোষণা করামাত্র তোলপাড় শুরু হয় প্রযুক্তির দুনিয়ায়। বাজারে ছাড়ার এক সপ্তাহের মধ্যে এক কোটিরও বেশি আইফোন বিক্রি হয়েছে তাদের। ওদিকে, স্যামসাংয়ের এস ৫ মডেলটিও ব্যাপক সাড়া ফেলে। কিন্তু এর মাঝেও সবার নজর কেড়েছে সনির এক্সপিরিয়া জেড সিরিজের নতুন মডেল ডেড৩। ফোনএরিনার গবেষণায় আইফোনকেও ছাড়িয়ে গেছে এক্সপিরিয়া জেড৩।
অনেকে আইফোনের নতুন মডেলটির চেয়েও সনির জেড৩-কে এগিয়ে রাখতে চান কয়েকটি বিবেচনায়। অ্যাপল এই প্রথম তার পর্দার আকার বড় করেছে, ডিজাইন করেছে আকর্ষণীয়। কিন্তু তারা তাদের ব্যাটারির সমস্যা এখনো মেটাতে পারেনি। কিন্তু এ সব সমস্যার সমাধান দিয়েছে জেড৩।
ফোনএরিনা জানায়, আইফোন ৬ এবং ৬ প্লাস বাজারে তোলপাড় তুলে আসলেও তাদের আগের সমস্যা রয়েই গেছে। বছরে মাত্র একবার প্লাগ-ইন এবং ব্যবহার করতে করতে হঠাৎ চার্জের ঘাটতি ব্যাপক বিড়াম্বনা সৃষ্টি করে। কিন্তু জাপানের টেক জায়ান্ট সনি সম্ভবত তাদের স্মার্টফোনকে আরো ওপরে নিতে চায়। এক্সপিরিয়া জেড সিরিজের আনকোরা মডেলটি অনেক বেশি দ্রুতগতির, স্লিম, ওয়াটার প্রুফ এবং এর ক্যামেরাটিও ২০ মেগাপিক্সেল।
ফোনএরিনার পরীক্ষায় দেখা গেছে, সর্বোচ্চ পরিমাণ ব্যাটারির চার্জ যাবে এমন অবস্থায় জেড৩ টানা সাড়ে ৯ ঘণ্টা সচল ছিল। অন্যদিকে আইফোন ৬ মাত্র ৫ ঘণ্টা ২২ মিনিট টিকে ছিল। আইফোন ৬ প্লাসের প্রাণ ছিল ৬ ঘণ্টা ৩২ মিনিট। আবার হুয়াই এর একসেন্ড মেট ৭ মডেলটিও তাদের পরীক্ষায় বেশ এগিয়ে। এই ফোনটি টানা ৯ ঘণ্টা ৩ মিনিট টিকে থাকে। জেড৩ বেশি সময় টিকলেও হুয়াই এর ফোনটির পর্দা ৬ ইঞ্চি। অন্যদিকে জেড৩ এর ৫.২ ইঞ্চি।
অন্যান্য ক্ষেত্রে জেড৩ এর রয়েছে পুরো হাই ডেফিনেশন পর্দা, কোয়াড কোর ২.৫ গিগাহার্জ প্রসেসর। প্লে স্টেশন ৪-এর কনসোল দিয়ে গেমও খেলা যাবে জেড৩-এ। একই ওয়াই-ফাই নেটওয়ার্কে প্লে স্টেশন ৪-এর সঙ্গে মোবাইলটাকে নিয়ে ডুয়ালশক কন্ট্রোলার ব্লু টুথ বা ভায়োলার মাধ্যমে জুড়ে নিয়ে বাড়ির যেকোনো স্থানে বসে গেম খেলতে পারবেন অনায়াসে।
সূত্র : দ্য ইনডিপেন্ডেন্ট - See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/09/24/132965#sthash.4XXmvUiy.dpuf