Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on September 28, 2014, 03:40:00 PM

Title: তিনভাবে আপনাকে সামনে এগিয়ে নিতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম
Post by: faruque on September 28, 2014, 03:40:00 PM
তিনভাবে আপনাকে সামনে এগিয়ে নিতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম

(http://www.kalerkantho.com/assets/images/news_images/2014/09/21/image_131591.corporate-pckg-pic.jpg)

সামাজিক যোগাযোগমাধ্যমের যেমন অনেক ক্ষতিকর দিক আছে, তেমন আছে বহু উপকারিতাও। বিশেষ করে মিলিয়ন মানুষের সঙ্গে আপনি যোগাযোগের মতো ক্ষমতা অর্জন করেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে। আপনি যদি হন একজন উদ্যোক্তা তাহলে সামাজিক যোগাযোগমাধ্যম হতে পারে আপনার জন্য একটি সুযোগ। এসব বিষয় বিবেচনায় তিনটি বিষয় তুলে ধরা হলো এ লেখায়।

১. ব্র্যান্ড সচেতনতা

ফেসবুক, টুইটার কিংবা ইন্সটাগ্রাম ব্যবহার হতে পারে কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের অন্যতম সোপান। প্রতিষ্ঠানের নানা পণ্য কিংবা সেবা ক্রেতাদের কাছে ছড়িয়ে দিতে এর জুড়ি নেই। নানা উদ্ভাবনী ধারণা ব্যবহার করে ক্রেতাদের কাছে পৌঁছানোর এটি অন্যতম উপায় হতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বাড়িয়ে নেওয়া সম্ভব।

২. নেটওয়ার্কিং

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নেটওয়ার্কিং করা যায় সহজেই। চাকরি খোঁজার ক্ষেত্রে এটি যেমন কার্যকর তেমন ব্যবসায়ীদের জন্যও পরিচিত মানুষ বাড়াতে এটি কার্যকর ভূমিকা রাখে।

৩. হালনাগাদ থাকা

প্রয়োজনীয় ক্ষেত্রে সর্বশেষ তথ্য সম্বন্ধে ধারণা রাখা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের কল্যাণে এখন অনেক সহজ। ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ওয়ালে ঘুরলেই বহু সর্বশেষ তথ্য জানা সম্ভব। এসব তথ্য ব্যবহার করে আপনি যেমন নতুন চাকরির সন্ধান করতে পারবেন তেমন ব্যবসা ক্ষেত্রেও এসব তথ্য কাজে লাগবে।

- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/09/21/131591#sthash.TB2FLVyQ.dpuf