Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: faruque on September 29, 2014, 10:51:29 AM
-
বিশ্বের বৃহত্তম সুইমিং পুল
(http://www.deshebideshe.com/assets/news_images/b53e4f574c6044f8a4be8e5e0b1abd1c.jpg)
ইতালির বিলাসবহুল হোটেল টার্ম মিলেপিনি। চকচকে হোটেলের সুইমিং পুলে নামতে গেলে কিন্তু বুক কাঁপবেই। কারণ বিশ্বের গভীরতম কৃত্রিম পুল এটি। দুনিয়ার বেশ কিছু সুইমিং পুলে সাঁতার কাটার অভিজ্ঞতাই ভয়াবহ। এর মধ্যে রয়েছে সাংহাইয়ের গ্লাস বটম পুল অথবা চিলিতে বিশ্বের বৃহত্তম পুল। কিন্তু ইতালির ওয়াই-৪০ পুলের ব্যাপার-স্যাপারই আলাদা।
ইতালির পাদুয়া অঞ্চলের ওই হোটেলে সুইমিং পুলের নক্সা তৈরি করেছেন স্থপতি ইম্যানুয়েল বোরেটো। তবে শুরু থেকেই এত গভীর জলাশয় তৈরির পরিকল্পনা করেননি তিনি। মূল উদ্দেশ্য ছিল দুনিয়ার শ্রেষ্ঠ পুল সৃষ্টি করার। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পর গভীরতার নিরিখে সুইমিং পুলটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে। প্রধানত ড্রাইভিংয়ের সুবিধা যুক্ত এই পুলের গভীরতম তলদেশ ৪০ মিটার বা প্রায় ১৩১ ফিট। তবে এই গভীরতাও স্রেফ খাতা-কলমে।
গিনেস কর্তৃপক্ষের মতে, তা আরো বেশি। পুলের পানি ধারণ ক্ষমতা ১,১৩৫,৯৩৯ গ্যালন। পেশাদার ড্রাইভিং ট্রেনিং, অবসরকালীন ড্রাইভিং ও বিভিন্ন গবেষণার কাজে পুলটি ব্যবহার করা হয়।
(http://www.deshebideshe.com/assets/kcfinder/images/2014/September/27-09-2014/sys_media_107519.jpg)
তবে পানিতে নামার ভয় যদি একান্তই অসহ্য মনে হয় তাহলে মন খারাপ করার দরকার নেই। পুলের নিচে রয়েছে পর্যটকদের ঘুরেফিরে বেড়ানোর জন্য সুদৃশ সুড়ঙ্গ। এখানে হাঁটতে হাঁটতেই মাথার উপরের ও দু' পাশের স্বচ্ছ্ দেয়ালের ওপাশে দেখা যায় জলের নিচে ডুব দেয়া সাঁতারুদের। সব মিলিয়ে পর্যটন আকর্ষণের সাম্প্রতিকতম কেন্দ্র হয়ে উঠেছে ইতালির টার্ম মিলেপিনি হোটেল।
- See more at: http://www.deshebideshe.com/news/details/40860#sthash.mDr06nFb.dpuf
-
Ak din jaita parla valo hoito ;D
Thanks for shearing....... :)