Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: imam.hasan on September 29, 2014, 12:57:23 PM
-
রোববার মেক্সিকোর একটি ফুটবল দলকে বহন করা টিম বাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে তিন ফুটবলার এবং গাড়ির চালককে হত্যা করেছে। ফুটবল দলটির নাম চিলপানসিনগো হরনেটস।
চিলপানসিনগো দলটিকে বাসটি বহন করে ইগুয়ালাতে নিয়ে পার্কিং স্পটে রাখার সময় অচেনা বন্দুকধারীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাদের মধ্যে দুইজন খেলোয়াড় ও একজন বাস চালক ছিলেন। পরে আরো একজন খেলোয়াড় মারা যান।
এ হামলায় দলটির আরো নয়জন ফুটবলার এবং দলের কোচ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।