Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: imam.hasan on September 29, 2014, 12:58:25 PM

Title: বিশ্বকাপের ‘ডাইভ’ আর রোবেনের শাস্তি
Post by: imam.hasan on September 29, 2014, 12:58:25 PM
ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ‘ডাইভ’ দিয়ে পেনাল্টি আদায় করা নেদারল্যান্ডসের তারকা ফুটবলার ‍আরিয়েন রোবেনকে সমালোচনা শুনতে হয়েছিল। আর এতদিন পর তিনি নিজেই বললেন কাজটা তিনি ঠিক করেন নি।

বিশ্বকাপের নক-আউট পর্বের সে ম্যাচে রোবেনের মিথ্যা ‘ডাইভ’কে নিয়ে সমালোচনা হয়েছিল অনেক। তার এ কাজের জন্য মেক্সিকোকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল। সে ম্যাচের পর মেক্সিকান কোচ মিগুয়েল হেরেরা বলেছিলেন, রোবেন অন্তত তিনবার নিজে থেকে ডাইভ দিয়ে ফ্রি-কিক আদায় করে নিতে চেয়েছিল।

বুন্দেসলিগার ম্যাচে কোলনের বিপক্ষে ২-০ গোলে জয় পায় রোবেনের বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরুতেই পেনাল্টির জোড়ালো আবেদন জানিয়েছিলেন বায়ার্নের ফুটবলাররা। ম্যাচের ৫ মিনিটের মাথায় কোলনের ডি বক্সে রোবেন পড়ে গিয়েছিলেন। কিন্তু রেফারি পেনাল্টির বাঁশি বাজান নি। রোবেন নিজেও পেনাল্টির জন্য আবেদন করেন।

ম্যাচ শেষে সাংবাদিকরা তাকে এ পেনাল্টির প্রসঙ্গে জিজ্ঞেস করলে রোবেন বলেন, ‘আমি বিশ্বকাপে একটি ভুল করেছিলাম। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পরে আমি সেটি বুঝতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘কোলনের বিপক্ষে সবাই যে পেনাল্টির আবেদন করেছিল, তা মূলত সঠিক ছিল। কিন্তু বিশ্বকাপের সেই ভুলের জন্য আমি এখনও সকলের কাছে শাস্তি পেয়ে আছসি। রেফারি আমার বিশ্বকাপের সে ম্যাচের ‘ডাইভ’কে মনে রেখে এ ম্যাচে ফাউলের বাঁশি বাজান নি। এটি সত্যিই শাস্তির সামিল।