Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: mamun.113 on September 29, 2014, 03:54:58 PM
-
বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহুর ডিরেক্টরি সেবা। গত দুই বছরে ৬০টিরও বেশি সেবা বন্ধ করে দিয়েছে ইয়াহু। গত শুক্রবার একসময়ের জনপ্রিয় ডিরেক্টরি সেবা ছাড়াও ইয়াহু এডুকেশন ও কুইকি নামের দুটি সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়াহু। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে ইয়াহুর ক্লাউড প্ল্যাটফর্ম গ্রুপের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জে রুসিটার বলেন, ইন্টারনেটের শুরুর দিকের জনপ্রিয় সেবা ইয়াহু ডিরেক্টরি এ বছরের ৩১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ৩১ ডিসেম্বর এই সেবাটি বন্ধ হয়ে যাবে এবং বিজ্ঞাপনদাতাদের অন্য প্ল্যাটফর্মে যাওয়ার অনুরোধ করা হবে।
ইয়াহু ডিরেক্টরিকেই ইয়াহুর ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। একসময়ের জনপ্রিয় একটি সার্চ টুল ছিল এই ডিরেক্টরি, যাতে গুগলের কী ওয়ার্ড দিয়ে সার্চ রেজাল্ট দেখানোর পরিবর্তে ইন্টারনেটে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর বিভাগ অনুযায়ী তালিকা তৈরি করা হতো। ইয়াহুর ইয়াহু হিসেবে পরিচিত হয়ে ওঠার আগে এই প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জেরি ইয়াং ও ডেভিড ফিলো ১৯৯৪ সালে এই ডিরেক্টরি তৈরি করেন। এই ডিরেক্টরিকে বলা হতো ‘জেরি অ্যান্ড ডেভিড’স গাইড টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।’
জে রুসিটার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, প্রায় দুই দশক আগে মানুষকে ইন্টারনেট ব্যবহারের সুবিধা করে দিতে ওয়েবসাইটের ডিরেক্টরি হিসেবে যাত্রা শুরু হয়েছিল ইয়াহুর। তিনি বলেন, ‘ইয়াহু এখন মোবাইল প্ল্যাটফর্মকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইয়াহুর সব সেবাকে আপগ্রেড করা হচ্ছে, যার মধ্যে ইয়াহু স্পোর্টস বা ফাইন্যান্সও রয়েছে। আরও উদ্ভাবনী ও স্মার্টভাবে মূল পণ্যগুলোর দিকে নজর দেবে ইয়াহু। এর মধ্যে রয়েছে সার্চ, যোগাযোগ, ডিজিটাল ম্যাগাজিন ও ভিডিও। আমরা এই ক্ষেত্রগুলোতে ব্যবহারকারীদের সবচেয়ে ভালো সেবা দিতে পারব।’
-
Good post.