Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on September 29, 2014, 04:33:41 PM

Title: Facebook Security: যে ভাবে Login Approvals অন করবেন
Post by: faruque on September 29, 2014, 04:33:41 PM
Facebook Security: যে ভাবে Login Approvals অন করবেন

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/06/images.jpg)

আজকে আমি Facebook Security নিয়ে কিছু আলোচনা করবো।আপনি কি করে login Approvals on করবেন? এটা ফেসবুকের জন্ন খুব প্রয়োজনীয় একটা বিষয়।

এটি সেটআপ করলে আপনার Facebook Security অনেক বেরে যাবে ।
যদি আপনি এটি অন করেন তাহলে আপনি যখন কোন unknown device থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ প্রবেশ করবেন তখন আপনার দেয়া মোবাইল নাম্বার এ একটা মেসেজ আসবে এবং সেখানে একটা কোড থাকবে।তারপর ইউজার ও এবং পাস ওয়ার্ড দেয়ার পর আপনআর মবাইল এর ঐ কোড আপনাকে ইনপুট করতে হবে।এই কোড না দিলে আপনি নিজেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করতে পারবেটা ন না।সুতরাং কেউ যদি আপনার অ্যাকাউন্ট হ্যাঁক করে বা ফেসবুক পাসওয়ার্ড জেনেও জায় তবেও সে আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবেনা।‪অনেক কথা হল এখন জেনে নিন কিভাবে সেটিং করতে হয়। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন  করে মেনু থেকে সেটিং এ ক্লিক করুন। নিছের ছবিতে দেখানো পথ অনুশরন করুন।

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/06/Picture3-273x300.jpg)

এখন নিছের ছবির মতো  Security মেনুতে ক্লিক করুন।

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/06/Picture11-290x300.jpg)

খন নিছের ছবিতে দেখে Login Approvals এ ক্লিক করুন এবং গোল দাগ দেয়া স্থানে টিক দিন।তারপর save korun।

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/06/Picture12-300x101.jpg)

save দেয়ার পর নিছের ছবির মতো একটা পেজ ওপেন হবে এবং এখানে Get Started button এ ক্লিক করুন

তারপর আপনার ফোন নরমাল হলে Other এ টিক দিয়ে Continue তে ক্লিক করুন।

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/06/facebooksecurity4-anytech-300x156.jpg)
এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর password চাবে। আপনি এখানে আপনি  যে password দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট এ login করেছেন সেটি দিন।
এরপর password যদি ঠিক মতো দিয়ে থাকেন তাহলে নিছের মতো উইন্ডো ওপেন হবে।

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/06/facebooksecurity5-anytech-300x257.jpg)

এখানে আপনার ফোন নাম্বার দি,মানে হল আপনি যে নাম্বার এ মেসেজ পেতে চান।তারপর Continue বাটন এ ক্লিক করুন।এখন দেখুন আপনার ফোন নাম্বার এ একটা মেসেজ এসেছে। ঐ মেসেজ ওপেন করে দেখুন একটা কোড আছে, এবার ঐ কোড টি দিয়ে confirm বাটন এ ক্লিক করুন।

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/06/facebooksecurity6-anytech-300x176.jpg)

বেস আপনার Login Approvals শেষ। এখন দেখবেন নতুন কোন ডিভাইস দিয়ে login করলে কোড চাবে। আপনার ফোন  নাম্বার এ কোড চলে আসবে।এখন আপনিও সবাইকে জানিএ দিতে পারেন Facebook Security