Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hajj => Topic started by: faruque on September 30, 2014, 10:28:16 AM

Title: এ পর্যন্ত ৩০ বাংলাদেশি হাজীর মৃত্যু
Post by: faruque on September 30, 2014, 10:28:16 AM
এ পর্যন্ত ৩০ বাংলাদেশি হাজীর মৃত্যু

(http://www.bd-pratidin.com/assets/images/news_images/2014/09/29/crjv9qdp_33806.jpg)



পবিত্র হজ পালন করতে এসে সৌদি আরবে এই পর্যন্ত ৩০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন মক্কায় এবং সাতজন মদিনায় মারা যান।

তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ছয়জন মহিলা হাজি রয়েছেন। হাজীদের বেশির ভাগই হৃদরোগ ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানিয়েছেন হজ মিশনের কর্মকর্তারা।

প্রসঙ্গত, সৌদি আরবে হজ করতে এসে মৃত্যু বরণকারীদের লাশ স্ব-দেশে পাঠানো হয় না। এদের পবিত্র মক্কায় মারা গেলে জান্নাতুল মুয়াল্লায় এবং মদিনায় মারা গেলে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।

বিডি-প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর, ২০১৪/ জান্নাত

- See more at: http://www.bd-pratidin.com/2014/09/29/33806#sthash.DDI3bdkk.dpuf