Daffodil International University
Career Development Centre (CDC) => Career Planning => Career Guidance => Career Tips => Topic started by: faruque on September 30, 2014, 10:37:08 AM
-
নিয়োগ পরীক্ষা প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
১. কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
ক. RAM খ. ROM গ. PROM ঘ. EPROM
২. ফ্লপি ডিস্ক হচ্ছে-
ক. একটি অর্ধ-পরিবাহী স্মৃতি
খ. একটি প্রধান স্মৃতি
গ. হার্ডডিস্কের চেয়ে ছোট
ঘ. এটি শুধু গঠন স্মৃতি
৩. শর্করা ও আমিষ জাতীয় খাদ্য উভয়কে পরিপাক করে-
ক. টায়ালিন খ. পেপসিন
গ. গ্যাস্ট্রিক রস ঘ. অগ্ন্যাশয় রস
৪. কোন অঙ্গে মূত্র তৈরি হয়?
ক. যকৃত খ. প্লীহা গ. বৃক্ক ঘ. মূত্রনালী
৫. কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
ক. কর্কটক্রান্তি রেখা
খ. মকরক্রান্তি রেখা
গ. মূল মধ্য রেখা ঘ. বিষুব রেখা
৬. কোন কাল্পনিক রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গিয়েছে?
ক. কর্কটক্রান্তি রেখা
খ. মূল মধ্য রেখা
গ. নিরক্ষ রেখা
ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
৭. কোন পশু শব্দ করতে পারে না?
ক. গন্ডার খ. জিরাফ গ. ক্যাঙ্গারু ঘ. নীল গাই
৮. সিম জাতীয় উদ্ভিদের নডিউলে অবস্থানকারী ব্যাকটেরিয়া কোনটি আবদ্ধ করে-
ক. অক্সিজেন
খ. কার্বন-ডাই-অক্সাইড
গ. সালফার-ডাই-অক্সাইড
ঘ. নাইট্রোজেন
৯. ডায়াবেটিক ধান কোন জাতকে বলা হয়?
ক. BT-16 খ. BR-16
গ. BRRI-29 ঘ. BRRI-41
১০. ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত?
ক. ২০-৩০% খ. ৪৪-৪৬%
গ. ৩০-৪০% ঘ. ৭০-৮০%
১১. পানির পরিমাণ কম হলে-
ক. সালোকসংশ্লেষণ কমে
খ. সালোকসংশ্লেষণ বাড়ে
গ. সালোকসংশ্লেষণ বন্ধ হয়
ঘ. সালোকসংশ্লেষণ পরিবর্তন হয় না
১২. কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?
ক. প্রস্বেদন রোধ করার জন্য
খ. শ্বসন বন্ধ করার জন্য
গ. অভিস্র বণ ত্বরান্বিত করার জন্য
ঘ. সালোকসংশ্লেষণের উপযোগী করে তোলার জন্য
১৩. এটোমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় তাদেরকে বলে-
ক. আইসোটোপ খ. আইসোমার
গ. আইসোটোন ঘ. আইসোবার
১৪. সিরকা কি?
ক. ৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি
খ. ৪-১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
গ. ৪০% ফরমালডিহাইড
ঘ. কোনোটিই নয়
১৫. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
ক. মৃদু রঞ্জন রশ্মি খ. গামা রশ্মি
গ. বিটা রশ্মি ঘ. অতিবেগুনী রশ্মি
[চলবে]
উত্তরমালা : ১.গ ২.খ ৩.ক ৪.গ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.ক ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.গ।
-শিক্ষা ডেস্ক
- See more at: http://www.bd-pratidin.com/2014/09/30/33960#sthash.pqLaE5A7.dpuf