Daffodil International University

Career Development Centre (CDC) => Career Planning => Career Guidance => Career Opportunity => Topic started by: faruque on September 30, 2014, 10:59:22 AM

Title: ঢাবির দুটি ইউনিটেই প্রথম হলেন এক মাদ্রাসা ছাত্র ২৯ সেপ্টেম্বর,২০১৪
Post by: faruque on September 30, 2014, 10:59:22 AM
ঢাবির দুটি ইউনিটেই প্রথম হলেন এক মাদ্রাসা ছাত্র
২৯ সেপ্টেম্বর,২০১৪

(http://www.rtnn.net/bangla/realtime/records/news/201409/90269_1.jpg?7081412049573)

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটের মত ‘ঘ’ ইউনিটেও চমক দেখিয়েছেন মাদ্রাসা ছাত্র আব্দুর রহমান।

সোমবার প্রকাশিত ‘ঘ’ ইউনিটের ফলাফলে তিনি শীর্ষস্থান অর্জন করেছেন। এর আগে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ব্যাপক ফল বিপর্যয়ের মধ্যেও আব্দুর রহমান প্রথম স্থান অর্জন করেন।

আব্দুর রহমান তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন। তার ভর্তি পরীক্ষার রোল ৭৯২৪১৪।


ভর্তি পরীক্ষায় তিনি ১২০ মার্কসের মধ্যে পেয়েছে ১০৪। বাংলায় পেয়েছে ২৭, ইংলিশে পেয়েছে ২৮.৫০ ও জেনারেল নলেজ (১) পেয়েছে ২৫ এবং জেনারেল নলেজ (২) পেয়েছে ২২। মোট ২০০ মার্কসের মধ্যে আব্দুর রহমান পেয়েছেন ১৮৩।

এছাড়া এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা থেকে প্রথম স্থান অর্জন করেছেন তানজিলা হোসাইন। তার স্কোর ১৭০।

আর বিজ্ঞান থেকে প্রথম স্থান অর্জন করেছেন তানজিল হাসান। তার স্কোর ১৭৬.২৮

(http://www.rtnn.net/realtime/uploaded/Inside/100_33.jpg)

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এতে অন্য ইউনিটের মতই ফল বিপর্যয় হয়েছে।

মোট ৮৭ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছেন ৭২ হাজার ৭৬৭ জন। পাসের হার ১৬.৫৫ ভাগ। এর মধ্যে বিজ্ঞান শাখায় পাস করেছে ১৭.৭৩ ভাগ, মানবিক শাখায় পাস করেছে ১৯.৬০ ভাগ ও ব্যবসায় শাখায় পাস করেছে ১৩.০৩ ভাগ।