Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: faruque on September 30, 2014, 02:29:58 PM

Title: one day one hadith
Post by: faruque on September 30, 2014, 02:29:58 PM
বেহেশতী লোকের ছয়টি কাজ
======================
জাবির (রাঃ) হতে বর্নিতঃ রাসুল (সাঃ) এরশাদ করেছেনঃ তিনটি জিনিস যে ব্যাক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে নিজ হিফাযতে গ্রহন করবেন এবং জান্নাতে দাখিল করবেনঃ
(১) দুরবলের প্রতি কোমল ব্যবহার।
(২) মাতা-পিতার সাথে সদয় কোমলতা ও ভালবাসা।
(৩) কর্মচারী ও খাদেমের সাথে উওম ব্যবহার।
আর তিনটি এমন গুন আছে যা কোন ব্যক্তির মধ্যে পাওয়া গেলে আল্লহ ত'আলা তাকে নিজ আরশের ছায়ায় স্থান দান করবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবেনাঃ
(১) সেই অবস্থায় অযু করা যখন অযু করতে মন চায় না।
(২) অন্ধকার রাতে মসজিদে যাওয়া (জামাতে নামায পড়ার জন্য)
(৩) ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করানো।
তারগীব ও তারহীব