Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Tennis => Topic started by: ehsan217 on October 01, 2014, 12:07:22 PM

Title: লি নার অবসর!
Post by: ehsan217 on October 01, 2014, 12:07:22 PM
আর টেনিস খেলবেন না। চোটের কাছে হার মেনে টেনিসকে বিদায় জানাচ্ছেন দুটি গ্র্যান্ড স্লামের মালিক লি না। চীনের রাষ্ট্রীয় স্পোর্টস চ্যানেল সিসিটিভি-ফাইভ-এর খবর অনুযায়ী আজই আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন টেনিস থেকে। বিস্তারিত কিছু জানায়নি সিসিটিভি ফাইভ। লি নার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে শুধু এটুকুই জানিয়েছে, চোটের কারণেই তিনি অবসর নিতে যাচ্ছেন। এএফপি।