Daffodil International University

Educational => You need to know => Topic started by: ariful892 on October 01, 2014, 12:35:30 PM

Title: Indian Visa Process
Post by: ariful892 on October 01, 2014, 12:35:30 PM
ভারত ভ্রমণে ভিসা পেতে হলে যা করতে হবে

ভারত ভ্রমণে ভিসা পেতে হলে যা করতে হবে
সামনেই লম্বা ছুটি। ঈদ ও পূজা এক সঙ্গে হওয়াতে বেশ লম্বা ছুটি পাবেন কর্মজীবীরা। আর এই ছুটিতে ঘুরে আসতে পারেন পাশের দেশ ভারতে। কথিত আছে এক ভারত পুরোটা ঘুরে দেখলেই নাকি পৃথিবীর সব মহাদেশ ঘোরার আমেজ পাওয়া যায়।
ইতিহাস আর ঐতিহ্যের সম্মিলনসহ দেশটিতে রয়েছে অসংখ্য মোহনীয় পর্যটন স্পট। সাধ ও সাধ্যের মধ্যেই দেখতে পারবেন নদী, সমুদ্র, পাহাড় আর মরুভূমির নজর কাড়া দৃশ্য। সেই সঙ্গে ভারত অধ্যুষিত ভূস্বর্গ কাশ্মীরও।

পর্যটকদের জন্য ভারতের ভিসা সংক্রন্ত তথ্য উপস্থাপন করা হলো।

আবেদনের আগে
ভারতীয় ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হয়। ভিসা আবেদনের বেশ কিছু তথ্য www.ivacbd.com সাইটে পাওয়া যাবে। এ ছাড়া www.hcidhaka.org ওয়েব সাইটের বাম পাশে ‘Guidelines for filling Online Visa Application Form’ এবং FAQ on Online Visa বিভাগে ক্লিক করে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন আগ্রহীরা।

আবেদন প্রক্রিয়া
প্রথমে http://passport.gov.in/visaindia/ ঠিকানায় প্রবেশ করলেই একটি আবেদন ফরম আসবে। প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে।

এরপর সয়ংক্রিয়ভাবে আরো দুটি ফরম আসবে। একইভাবে ফরম দুটি পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে।
এখানে বলে রাখা ভালো, অনলাইনে ফরম পূরণের পাসপোর্ট অনুযায়ী যাবতীয় তথ্য এবং কোনো ধরনের ভিসা (ট্যুরিস্ট, মেডিকেল কিংবা ব্যবসা) কতদিনের ভিসা, কোন রুটে যাবেন, ইন্ডিয়ান একজনের রেফারেন্স এবং হোটেলের তথ্য পূরণ করতে হবে।

ফরমটি সঠিকভাবে পূরণ করার পর উপরে থাকা অস্থায়ী আইডি নম্বরটি অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং ফরম পূরণ হলে একটি ফাইল নম্বর দেওয়া হবে। যা দিয়ে পরবর্তী প্রসেসিং যেমন ফাইলটি প্রিন্ট করতে কাজে লাগবে।

এই কাজগুলো খুব সহজ কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হবে ভারতীয় হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেতে। কারণ সাধারণত চাইলেই এই তারিখ পাওয়া যায় না।

সংরক্ষিত অস্থায়ী আইডি নম্বর, ফাইল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেতে বারবার চেষ্টা করতে হবে।

অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়ার পর পূরণ করা ফাইলটি প্রিন্ট করে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্দিষ্ট তারিখে ভিসা অফিসে যোগাযোগ করতে হবে।

ভিসার জন্য ঢাকার ভারতীয় হাইকমিশন, রাজশাহী ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) আবেদন জমা দিতে হবে.
Source: http://www.bd24live.com/bangla/article/6321/index.html#sthash.lc9d1aLq.dpuf
Title: Re: Indian Visa Process
Post by: ariful892 on January 22, 2015, 02:46:29 PM
যে কোনো সময় ভারতীয় ভিসার আবেদন সরাসরি

ভারতীয় ভিসার জন্য অনলাইনে ফরম পূরণের পর জমা দিতে নির্ধারিত তারিখের জন্য আর অপেক্ষা নয়, যে কোনো সময় সেন্টারে গিয়ে সরাসরি তা জমা দেওয়া যাবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে বলে বৃহস্পতিবার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) জানিয়েছে। এর আগে অনলাইনে ফরম পূরণ করে পাওয়া নির্ধারিত তারিখেই সেন্টারে গিয়ে তা জমা দিতে হত।

অবশ্য গত ১ জানুয়ারি থেকে ঢাকায় শুধু চিকিৎসা ভিসার জন্য সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছিল। আর কয়েক মাস আগেই সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হচ্ছিল চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন সেন্টারে।

এখন থেকে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি এবং খুলনার একটি সেন্টারে সরাসরি ভিসা আবেদন গ্রহণ করা হবে। অনেকে অনলাইনে ফরম পূরণ করে তা জমা দেওয়ার তারিখ পাওয়া নিয়ে বিড়ম্বনার অভিযোগ করায় প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় হাই কমিশন থেকে বলা হয়েছে।