Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: rumman on October 13, 2014, 07:07:49 PM

Title: পাঁচ মিনিটেই ক্যান্সার ধ্বংশ করার ফলের সন্ধান!
Post by: rumman on October 13, 2014, 07:07:49 PM
(http://agrilife24.com/images/rsearch/anticancer_fruit.jpg)
আবিষ্কার করা হল ক্যান্সার-বিরোধী ফল। অস্ট্রেলিয়ার একাংশের গাছে এই ফল পাওয়া যায় বলে দাবি বিজ্ঞানীদের। ফল দেখে রীতিমত বিস্মিত বিজ্ঞানীরা।
আট বছর ধরে গবেষণা চালানোর পর ব্রিসবেনের একটি ইন্সটিটিউট এই ফল আবিষ্কার করেছে। ঘাড় ও মাথার টিউমার ধ্বংশ করার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে এই ফলের এমনটিই দাবী করছেন গবেষকরা। এখনও পর্যন্ত ওই ফল থেকে তৈরি একটি ওষুধ ৩০০ টি প্রাণীর ওপর প্রয়োগ করা হয়েছে। ৭৫ শতাংশ ক্ষেত্রে টিউমার নষ্ট হয়ে যাচ্ছে, আর ফিরে আসছে না।
তবে এই ফল থেকে ওষুধ তৈরি করা কঠিন ও সময়সাপেক্ষ বলে জানিয়েছেন গবেষকরা। এই ওষুধের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে বিজ্ঞানীদের যা আরও বেশি চমক দিয়েছে, তা হল মাত্র পাঁচ মিনিটে মধ্যে এই ওষুধ কাজ করা শুরু করে দেয়।কয়েকদিনের মধ্যে উধাও হয়ে যায় টিউমার | সূত্র: এগ্রিলাইফ২৪.কম,গবেষণা ডেস্ক: