Daffodil International University

Entertainment & Discussions => Travel / Visit / Tour => Topic started by: mustafiz on October 15, 2014, 12:53:53 PM

Title: দেশের মন কাড়বে পাহাড়ি ঝর্না
Post by: mustafiz on October 15, 2014, 12:53:53 PM
সহস্রধারা ঝর্না:

(http://www.banglanews24.com/new/files/sohosrdhara_1_948320290.jpg)

সহস্রধারা ঝর্নাটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। সীতাকুণ্ডের ইকোপার্কের এই ঝর্না থেকে প্রায় সারা বছর জুড়েই পানি প্রবাহিত হয়।


হামহাম ঝর্না:

(http://www.banglanews24.com/new/files/Hamham6_826862714.jpg)

বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্না। স্বচ্ছ পানির ঝর্নার রূপ বর্ণনাতীত। কেবল নিজ চোখেই এ রূপের সুধা পান করা যায়। এই ঝর্নাটির পানির প্রবাহ খুব বেশি। সেই সাথে ছোট ছোট জলকনা আকাশের দিকে উড়ে গিয়ে তৈরি করছে কুয়াশার আভা। রোমাঞ্চকর নয়নাভিরাম এই ঝর্নাটি উচ্চতাও অনেক। তাই দীর্ঘ পাহাড়ের আঁকা-বাঁকা উচু-নিচু পথ আর গহীন অরণ্য পার হয়েও প্রতিদিন বহু পর্যটক আসেন এই জলপ্রপাতটি দেখতে।


জাদিপাই ঝরনা:

(http://www.banglanews24.com/new/files/jadipai_803441626.jpg)

এই অপরূপ সুন্দর ঝর্নাটি বাংলাদেশের বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের প্রশস্ততম ঝর্নাগুলোর মধ্যে একটি। এ কারণে এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত। বর্ষাকালে জলপ্রপাতের পানি প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক বৃদ্ধি পায়। বর্ষা মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে সৌন্দর্য পিপাসু মানুষ জাদিপাই ঝর্না দেখতে ছুটে আসে।