নাফাখুম জলপ্রপাত:
(http://www.banglanews24.com/new/files/nafakhum_769688468.jpg)
বান্দরবানের থানচি উপজেলার মারমা অধ্যুষিত একটি এলাকার নাম রেমাক্রি।
আশ্চর্য সুন্দর এই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে রেমাক্রি থেকে প্রায় তিন ঘণ্টার হাঁটা পথ পার হতে হয়।
রেমাক্রি খালের পানি কিছুদূর প্রবাহিত হয়ে নাফাখুমে এসে বাঁক নিয়ে ২৫-৩০ ফুট নিচে পতিত হয়ে সৃষ্টি করেছে নাফাখুম ঝর্না।
অনেকে একে বাংলার নায়াগ্রা বলে থাকেন।