Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: Kazi Taufiqur Rahman on October 15, 2014, 03:43:22 PM

Title: ইবোলার বিরুদ্ধে যুদ্ধ জাকারবার্গের
Post by: Kazi Taufiqur Rahman on October 15, 2014, 03:43:22 PM
মারাত্মক ইবোলা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সম্প্রতি আড়াই কোটি মার্কিন ডলার দান করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এক খবরে সিএনএন এ তথ্য জানিয়েছে।

জাকারবার্গের দান করা এ অর্থ যাবে সিডিসি ফাউন্ডেশনে। দাতব্য সংস্থাটি সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার পক্ষে অর্থ সাহায্য গ্রহণ ও তা বিতরণ করে।
এ প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে জাকারবার্গ বলেছেন, ‘এটি যাতে ছড়িয়ে পড়ে দীর্ঘমেয়াদে এইচআইভি কিংবা পোলিওর মতো বিশ্বজুড়ে স্বাস্থ্যহুমকি হয়ে না দাঁড়াতে পারে, সে জন্য অতিসত্বর ইবোলাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা মনে করছি, আমাদের এই অর্থসাহায্য সিডিসি ও এর বিশেষজ্ঞদের ইবোলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রেও ইবোলা ভাইরাস ছড়ানোর লক্ষণ দেখা গেছে। পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন, লাইবেরিয়ার মতো দেশগুলোতে এই ভাইরাস মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে এবং তিন হাজার মানুষ মারা গেছে।
স্বাস্থ্য সংস্থাগুলোর দাবি, ইবোলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত অর্থসাহায্য তারা পাচ্ছে না। জাতিসংঘের ধারণা, ইবোলা নিয়ন্ত্রণে ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি খরচ হবে।
জাকারবার্গ জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী প্রিসিলা মিলে ইবোলা আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে এই সাহায্য করেছেন।
প্রসঙ্গত, দ্য ক্রনিকেল অব ফিলানথ্রপির তালিকায় মানবহিতৈষী কাজে দাতা হিসেবে শীর্ষে ছিলেন জাকারবার্গ দম্পতি। গত বছরে ১০০ কোটি মার্কিন ডলার দান করেছিলেন তাঁরা।
Title: Re: ইবোলার বিরুদ্ধে যুদ্ধ জাকারবার্গের
Post by: saikat07 on November 21, 2016, 12:18:13 AM
Thanks for sharing