Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: Kazi Taufiqur Rahman on October 15, 2014, 03:50:38 PM

Title: আইএসএসে রাশিয়ার নারী
Post by: Kazi Taufiqur Rahman on October 15, 2014, 03:50:38 PM
পৃথিবীর কক্ষপথে অবস্থানরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) এই প্রথম রাশিয়ার কোনো নারী নভোচারীকে পাঠানো হয়েছে। তাঁর নাম ইয়েলেনা সেরোভা। যুক্তরাষ্ট্র-রাশিয়া যৌথভাবে আইএসএসে কাজ শুরু করার ১৭ বছর পর প্রথম এমনটি ঘটল। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই পুরুষ অভিযাত্রীর সঙ্গে গতকাল শুক্রবার আইএসএসে পৌঁছান ৩৮ বছর বয়সী সেরোভা। কাজাখস্তান থেকে সয়ুজ মহাকাশযানে চড়ে তাঁদের ওই যাত্রায় ছয় ঘণ্টা লেগেছে। রাশিয়ার চতুর্থ নারী নভোচারী সেরোভা আইএসএসে ছয় মাস অবস্থান করবেন। এ অভিযানের জন্য তিনি সাত বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন। আইএসএসে প্রথম নারী হিসেবে ২০১৩ সালে যান মার্কিন নভোচারী কারেন নেইবার্গ। আর বিশ্বের প্রথম নারী হিসেবে ১৯৬৩ সালে মহাকাশ অভিযানে গিয়েছিলেন রাশিয়ার নারী ভ্যালেন্তিনা তেরেসকোভা। বিবিসি।
Title: Re: আইএসএসে রাশিয়ার নারী
Post by: saikat07 on November 21, 2016, 12:17:54 AM
 :(