Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: Kazi Taufiqur Rahman on October 15, 2014, 04:31:24 PM

Title: উইন্ডোজ ১০ ডাউনলোড ১০ লাখ!
Post by: Kazi Taufiqur Rahman on October 15, 2014, 04:31:24 PM
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের প্রাক বা প্রিভিউ সংস্করণ পেতে মাত্র দুই সপ্তাহের মধ্যেই ১০ লাখেরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। উইন্ডোজ ১০-এর এই কারিগরি প্রিভিউ সংস্করণটি মাইক্রোসফটের পরবর্তী উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রথম সংস্করণ, যা মাইক্রোসফট তাদের ইনসাইডার প্রোগ্রামের আওতায় নিবন্ধিত ব্যবহারকারীদের মাধ্যমে পরীক্ষা চালাচ্ছে।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফট কর্মকর্তা জো বেলফিউরি বলেছেন, ‘উইন্ডোজ ১০-এর প্রাথমিক সংস্করণটি ইতিমধ্যে ১০ লাখ বার ডাউনলোড হয়েছে এবং ব্যবহারকারীদের কাছ থেকে ২০ হাজারেরও বেশি ফিডব্যাক বা জবাব আমরা পেয়েছি।’
বেলফিউরি আরও জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর উইন্ডোজ ১০ ঘোষণার সময় উইন্ডোজ বিভাগের প্রধান টেরি মেয়ারসন বলেছিলেন, ‘এই উইন্ডোজ হবে অন্যান্য সংস্করণের চেয়ে আলাদা। তাঁর কথা অনুযায়ী উইন্ডোজ ১০ উন্নত করতে আমরা কাজ করে যাচ্ছি, যা ব্যবহারকারীদের কাছে সত্যিই উপভোগ্য হবে।’
তিনি বলেন, মাইক্রোসফট উইন্ডোজের নতুন সংস্করণ ব্যবহারকারীদের সব ফিডব্যাক বিশ্লেষণ করছে এবং তাঁদের চাহিদা অনুযায়ী উইন্ডোজের মূল সংস্করণটিতে সেই পরিবর্তন আনবে।
আগামী বছর নাগাদ উইন্ডোজ ১০-এর পূর্ণাঙ্গ সংস্করণ উন্মুক্ত করা হবে বলেই ইঙ্গিত দিয়েছেন মাইক্রোসফটের ওই কর্মকর্তা।
Title: Re: উইন্ডোজ ১০ ডাউনলোড ১০ লাখ!
Post by: saikat07 on November 21, 2016, 12:16:35 AM
Thanks for sharing