Daffodil International University
Entertainment & Discussions => Life Style => Fashion => Topic started by: khairulsagir on October 19, 2014, 10:08:52 AM
-
নখের সৌন্দর্য বাড়াতে নখসজ্জা কে না করেন। সুন্দর নখের প্রত্যাশায় অনেকেই প্রতিদিন হাত ও পায়ের নখের পরিচর্যা করে থাকেন। কিন্তু নখের সৌন্দর্য বাড়াতে অতিরিক্ত সজ্জা ডেকে আনতে পারে বড় ধরনের সমস্যা।
যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁরা বলছেন, অতিরিক্ত সজ্জার কারণে নখের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তাঁদের গবেষণা নিবন্ধটি ফিজিক্যাল বায়োলজিতে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা নখ বৃদ্ধির জৈবিক নিয়ম জানতে এবং নখের বিভিন্ন সমস্যা যেমন আঙুলের মাংসে নখ ঢুকে যাওয়া, দুই দিকে নখ ছড়িয়ে যাওয়া ও নখের আকৃতি চামচের মতো হয়ে যাওয়ার মতো সমস্যার ওপর আলোকপাত করতে এ গবেষণা চালান।
নখ বৃদ্ধির স্বাভাবিক নিয়ম
গবেষকদের অভিমত, নখের নির্দিষ্ট আকৃতি প্রদানের ক্ষেত্রে বাড়ন্ত নখ সর্বোচ্চ কতটুকু চাপ সহ্য করতে পারবে, সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
গবেষণায় দেখা যায়, নখের ওপর প্রয়োগকৃত অতিরিক্ত চাপ যদি ভারসাম্যহীন হয়ে পড়ে, তাহলে নখ খুব দ্রুত বা আস্তে বাড়তে পারে। বদলে যেতে পারে নখের আকৃতি। এটা সম্পূর্ণ নখের ক্ষেত্রেই হতে পারে।
যদিও বয়স কিংবা জৈবিক রাসায়নিক ক্রিয়ার পরিবর্তনেও নখের পরিবর্তন আসতে পারে। কিন্তু অনেক সময় হাত-পায়ের নখ পরিচর্যার (মেনিকিউর ও পেডিকিউর) কারণেও নখের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।
নখের ওপর চাপ
গবেষণায় দেখা যায়, অনুপযুক্ত নখসজ্জা নখের স্বাভাবিক বৃদ্ধির ভারসাম্য ক্ষতিগ্রস্ত করতে পারে। বাড়তে পারে নখের ওপর চাপ। দীর্ঘমেয়াদে নখের আকৃতিও পরিবর্তন হয়ে যেতে পারে। ফলে নখে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।
এই গবেষণা-সংশ্লিষ্ট গবেষক চাইরিল রোচ বলেন, ‘এটা লক্ষণীয় যে অনেকেই তাঁদের নখকেই আকর্ষণীয় করে তুলতে চান। গবেষণার ফলাফল পর্যবেক্ষণে দেখা যায়, নখের সৌন্দর্য নিয়ে খুঁতখুঁতে ব্যক্তিরা সাধারণত সোজা অথবা অর্ধবৃত্তাকারের মতো বাঁকা নখ চান। সেটা না হলে তাঁরা নখের ওপর চাপ প্রয়োগ করে থাকেন। ফলে নখে বিভিন্ন ধরনের জটিল সমস্যা দেখা দেয়।’
তাই গবেষকদের পরামর্শ হলো, নখের স্বাভাবিক আকৃতি পেতে হলে নখের ওপর এ ধরনের চাপ কমাতে হবে।
মাংসে নখ ঢুকে যাওয়া
গবেষণায় আরও দেখা যায়, নখের ওপর চাপ বেশি পড়লে নখ বড় এবং নখের আগা ধারালো হয়ে যায়। এ কারণে সাধারণত দেখা যায়, পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ মাংসের ভেতর ঢুকে যায়, যা তীব্র ও অস্বস্তিকর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। যদিও গবেষকেরা মনে করেন, মাংসে নখ ঢুকে পড়া, নখ ছড়িয়ে পড়া এবং নখের আকৃতি চামচ আকৃতির হয়ে পড়া অনেক ক্ষেত্রেই পরিস্থিতির ওপর নির্ভর করে। কিন্তু তাঁদের পরামর্শ হলো, নখের সৌন্দর্যবর্ধনে যেহেতু নখসজ্জা গুরুত্বপূর্ণ, তাই নখসজ্জা বাদ না দিয়ে বরং তা যত্ন ও সতর্কতার সঙ্গে করা উচিত। এ ক্ষেত্রে নখসজ্জায় দক্ষ এবং অভিজ্ঞ কারও সাহায্য নেওয়া উত্তম।
ওয়েবএমডি।
Source: www.prothom-alo.com
-
I'll take care of my nail's from now on....