Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: faruque on October 19, 2014, 11:52:38 AM
-
আইফোনের নতুন অ্যাপ্লিকেশন বাংলা রেডিও লাইভ
(http://www.bd-pratidin.com/assets/images/news_images/2014/10/18/k1asgdkw_37504.jpg)
স্মার্ট ফোনগুলোয় রেডিও শুনতে গেলে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে, সঠিক ফ্রিকোয়েন্সি মডিউল খুঁজে পেতে বিড়ম্বনা পোহাতে হয়। এই সমস্যার সমাধানে নতুন এক অ্যাপ্লিকেশন আপনাকে সাহায্য করবে।
বাংলা রেডিও লাইভ নামের এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে চালু থাকলে, খুব সহজে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঝাঁপ দিয়ে, সংবাদ আর বিনোদনকে মুঠোবন্দি করতে পারবেন। এতে দেশী-বিদেশী ৩০টিরও বেশি রেডিও চ্যানেলের ফ্রিকোয়েন্স সেট করা আছে তো বটেই, আরও আছে অনলাইন রেডিওগুলোতে সুইচ করার অভিনব সুবিধা।
প্রদত্ত লিংকে গিয়ে এটি নামিয়ে নিয়ে ইনস্টল করে নিন- http://goo.gl/EbLVBn
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৪/জান্নাত
টেক ওয়ার্ল্ড