Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: ariful892 on October 20, 2014, 05:05:38 PM
-
বর্তমান যুগ হচ্ছে আধুনিক বিজ্ঞানের যুগ । এই বিজ্ঞানের একটি অন্যতম আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন। আমরা বর্তমানে অনেকেই এন্ডড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি। কিন্তু অসতর্কতার বশে আমরা আমাদের এন্ডড্রয়েড ডিভাইসকে রক্ষা করতে পারি না । এজন্য নিচে এন্ডড্রয়েড ডিভাইসকে রক্ষা করতে ১০টি প্রয়োজনীয় টিপস দেওয়া হলঃ
১।স্ক্রীন লক ব্যবহার করা।
২। ইনক্রাইফট ব্যবহার করা অর্থাৎ পিন অথবা পাসওয়ার্ড ব্যবহার করা।
৩। পার্সোনাল ডিভাইসে কাজের জন্য “টক টু ইট” ব্যবহার করা ।
৪।গুগল এন্ডড্রয়েড ডিভাইস ম্যানেজার সর্বদা চালু রাখা ।
৫। গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক্সটারনাল স্টোরেজে না রাখা,অনেক গুরুত্বপূর্ণ তথ্য হলে ইন্টারনাল স্টোরেজে রাখা ।
৬। অজানা কোন সাইট থেকে অ্যাপ ইন্সটল না করা ।গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল করা।
৭। তোমার নিজের গ্যালারি ও ম্যাসেজিং কে রক্ষা করতে অ্যাপস লক ইন্সটল করা।
৮। কখনই তোমার ফোন কে রুট করবে না।
৯। তোমার অ্যাপসগুলো আপডেট দিয়ে রাখা।
১০।কোন কিছু ব্রাউজ করে বের হওয়ার সময় হয় ওই সাইট থেকে সাইন আউট করা।
Source: http://www.latestbdnews.com/technology-science-news/75216/2014/10/news-article